গোপালগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪ ২২:১২ পিএম
আপডেট : ০৯ মার্চ ২০২৪ ২২:১৬ পিএম
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের নতুন চেয়ারম্যান বিভা রানী মন্ডল।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছে বিভা রানী মন্ডল।
বিভা রানী মন্ডল আনারস প্রতিক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিপ্লব মজুমদার মোটরসাইকেল প্রতিক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৮৬৫ ভোট। আরেক প্রার্থী সাবেক চেয়াম্যানের স্ত্রী শেফালী রানী হাওলাদার (চশমা) প্রতিক নিয়ে পেয়েছেন ২ হাজার ২৯ ভোট।আজ
শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে টানা বিকাল ৪টা পর্যন্ত। ইউনিয়নটিতে চেয়ারম্যান পদে মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এ ইউনিয়নে মোট ভোটার ১৭ হাজার ২৪৫। এর মধ্যে নারী ভোট ৮ হাজার ৬৩৬, পুরুষ ভোট ৮ হাজার ৬০৯। ভোট পড়েছে ১০ হাজার ৯৬৩টি।
মেয়াদ পূর্ণ হওয়ার আগেই ২০২৩ সালের ৪ জুন জলিরপাড় ইউনিয়নের চেয়ারম্যান মিহির কান্তি রায়ের মৃত্যুতে ইউনিয়নটির চেয়াম্যান পদ শূন্য হওয়ায় এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।