× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথম নারী মেয়র পেল মুন্সীগঞ্জ পৌরসভা

মুন্সীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৯ মার্চ ২০২৪ ২২:০৮ পিএম

মুন্সীগঞ্জ পৌরসভার নতুন মেয়র চৌধুরী ফাহরিয়া আফরিন।

মুন্সীগঞ্জ পৌরসভার নতুন মেয়র চৌধুরী ফাহরিয়া আফরিন।

মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হাজী মো: ফয়সাল বিপ্লবের স্ত্রী চৌধুরী ফাহরিয়া আফরিন। জগ প্রতীকে তিনি ভোট পেয়েছেন ২১ হাজার ৯৯৪ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম মাহতাব উদ্দিন কল্লোল নারিকেল গাছ প্রতীকে ভোট পেয়েছেন ৬১০টি।

শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোটগ্রহণ অনুষ্ঠিৎ হয়। ভোটাধিকার প্রয়োগ করেছেন মোট ২২ হাজার ৬০৪ জন ভোটার। যা মোট ভোটের ৩৮ দশমিক ৯৯ শতাংশ।

এবার মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচন কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, পৌরসভার ৯টি ওয়ার্ডের ২৫টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ শুরু হয়। মোট ভোটার ৫৭ হাজার ৯৬২জন। তারমধ্যে পুরুষ ভোটার ২৯ হাজার ১৬ জন এবং মহিলা ভোটার ২৮ হাজার ৯৪৬ জন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র পদ থেকে  হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব  পদত্যাগ করলে পদটি শূন্য হয়। এ কারণে মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা