× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মান্দায় ইউপি উপনির্বাচনে জয়ী জাহিদুর রহমান

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ০৯ মার্চ ২০২৪ ২১:৪৯ পিএম

আপডেট : ০৯ মার্চ ২০২৪ ২১:৫৩ পিএম

নুরুল্যাবাদ ইউনিয়ন পরিষদের নতুন চেয়ারম্যান জাহিদুর রহমান। সংগৃহীত ফটো

নুরুল্যাবাদ ইউনিয়ন পরিষদের নতুন চেয়ারম্যান জাহিদুর রহমান। সংগৃহীত ফটো

নওগাঁর মান্দা উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জাহিদুর রহমান। চশমা প্রতীকে তিনি পেয়েছেন ৩ হাজার ৭০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফজলুল বারী টেবিল ফ্যান প্রতীকে পেয়েছেন ২ হাজার ৪৪৭ ভোট।

শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাহবুবুল কবীর এ ফলাফল ঘোষণা করেন।

তিনি বলেন, নির্বাচনে জাহিদুর রহমান ৩ হাজার ৭০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফজলুল বারী টেবিল ফ্যান প্রতীক নিয়ে পেয়েছেন ২হাজার ৪৪৭ ভোট। এ ছাড়া আকবর আলী প্রামাণিক আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৩৯২ ভোট, স্বাধীন কৃষ্ণ রায় ঘোড়া প্রতীকে পেয়েছেন ১ হাজার ৬৮৯ ভোট, মোজাফফর হোসেন প্রামাণিক অটোরিকশা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৬৫৬ ভোট, মোস্তাকিন হোসেন সরকার রজনীগন্ধা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৭১ ভোট, মোটরসাইকেল প্রতীক নিয়ে জাহাঙ্গীর আলম পেয়েছেন ৩৪৭ ভোট, দুই পাতা প্রতীকে কাজেম উদ্দিন প্রামাণিক পেয়েছেন ৩৩১ ভোট, গোলাম মোস্তফা টেলিফোন প্রতীকে পেয়েছেন ৮৭১ ভোট।

মাহবুবুল কবীর বলেন, দিনব্যাপী ভোটে কোনো ধরনের সমস্যা আমাদের নজরে আসেনি। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৭৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৩৮৭ জন ও নারী ভোটার ১২ হাজার ৩৭৭ জন। এই উপনির্বাচনে ১৪ হাজার ৮৬২ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। বাতিল হয়েছে ২৮১ ভোট।  

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হন জামায়াত নেতা ইয়াছিন আলী। গত বছরের ২১ নভেম্বর তিনি মারা যান। এরপর পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা