× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুখস্থ না করে বুঝে পড়ার তাগিদ জাফর ইকবালের

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশ : ০৯ মার্চ ২০২৪ ১৯:৪৯ পিএম

আপডেট : ০৯ মার্চ ২০২৪ ২০:০২ পিএম

শ্রীমঙ্গলে আয়োজিত গণিত উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন লেখক ও পদার্থবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল। প্রবা ফটো

শ্রীমঙ্গলে আয়োজিত গণিত উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন লেখক ও পদার্থবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল। প্রবা ফটো

পড়ার সময় মুখস্থ না করে বুঝে বুঝে পড়ার জন্য শিক্ষার্থীদের তাগিদ দিয়েছেন লেখক ও পদার্থবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল। শনিবার (৯ মার্চ) সকালে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে প্রথমবারের মতো আয়োজিত গণিত উৎসবে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে এ তাগিদ দিয়েছেন তিনি।

উৎসবে মৌলভীবাজার জেলার সাত উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি; নিম্ন মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি; মাধ্যমিক পর্যায়ের নবম ও দশম শ্রেণি এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রায় আড়াই হাজার শিক্ষার্থী এই গণিত উৎসবের পরীক্ষায় অংশগ্রহণ করে।

শিক্ষার্থীদের উদ্দেশে ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, ‘তুমি যদি খালি মুখস্থ করো, তাহলে তোমার কোনো গুরুত্ব নাই। সায়েন্টিস্টরা (বিজ্ঞানী) এক এক্সপেরিমেন্ট (গবেষণা) করেছিল, বানর বেশি মুখস্থ করতে পারে নাকি মানুষ বেশি মুখস্থ করতে পারে। ওরা দেখেছে বানর বেশি মুখস্থ করতে পারে। তার মানে হলো যারা বেশি মুখস্থ করে তারা আস্তে আস্তে বানর হয়ে যাবে। কাজেই তোমরা যদি বুঝে বুঝে না পড়ে খালি মুখস্থ করো, তবে প্রত্যেক দিন গোসল করার সময় হাত দিয়ে দেখবে তোমাদের ছোট লেজ গজাচ্ছে কি না, বানর হয়ে যাচ্ছ কি না। আমি চাই না, তোমরা বানর হয়ে যাও, তোমরা বুঝে বুঝে পড়ো।’

তিনি বলেন, ‘এখানে তৃতীয় শ্রেণির ছেলেমেয়েরা গণিত করতে চলে এসেছে। পৃথিবীর কোনো দেশে তৃতীয় শ্রেণির ছেলেমেয়েরা গণিত করতে আসে না। এত ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে কলেজের ছেলেমেয়েরা সবাই মিলে একসঙ্গে গণিত করতে আসছে। পৃথিবীর খুব বেশি জায়গায় এ রকম দেখা যায় না।’

গণিত উৎসবের পুরস্কার নিয়ে তিনি বলেন, ‘সবাই মিলে বসে আছি, বন্ধুদের সাথে কথা বলছি, আনন্দ করছি, উৎসব করছি এইটাই হলো পুরস্কার। কাজেই যারা পুরস্কার পাবে না তারা মন খারাপ করো না। আমি যখন তোমাদের বয়সি ছোট ছিলাম, জীবনেও পুরস্কার পাই নাই। তখন মন খারাপ হতো একটু। কিন্তু এখন আমি বুঝি এতে মন খারাপ করার কিছু নাই। পুরস্কার পাওয়ার থেকে পুরস্কার দিতে বেশি আনন্দ। কাজেই তোমরা যখন বড় হবে, তোমরা যখন পুরস্কার দেবে তখন দেখবে সেখানে কত মজা হবে। যারা পুরস্কার পাবে তাদের পিঠে থাবা দিয়ে বলবে ভেরি গুড। এখানে এসে আমাদের খুবই ভালো লাগছে।’

মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে ও শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরীর সঞ্চালনায় উৎসবে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব, চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইফতেখার মনির, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, লোকসংস্কৃতি গবেষক ও প্রাবন্ধিক বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত সুমন কুমার দাশ, বাতিঘর প্রকাশনীর প্রকাশক দীপংকর দাশ, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব। পরে অতিথিবৃন্দ গণিত উৎসবে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে মেডেল ও সনদপত্র বিতরণ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা