× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউপি নির্বাচন

ফটিকছড়িতে মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ০৯ মার্চ ২০২৪ ১৪:২৯ পিএম

আপডেট : ০৯ মার্চ ২০২৪ ১৫:৪৪ পিএম

ধাওয়া-পাল্টা ধাওয়ার পর দক্ষিণ খিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি ভোটারশূন্য হয়ে পড়ে। প্রবা ফটো

ধাওয়া-পাল্টা ধাওয়ার পর দক্ষিণ খিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি ভোটারশূন্য হয়ে পড়ে। প্রবা ফটো

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার খিরাম ইউপি নির্বাচনে দুই মেম্বার প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।

শনিবার (৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে খিরাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে বৈদ্যুতিক পাখা প্রতীকের প্রার্থী জমিল হোসেন ও ফুটবল প্রতীকের প্রার্থী নুরুল হুদার কর্মী-সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।

কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মঞ্জুর আলম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, কেন্দ্রটির মহিলা বুথে ‘জাল ভোট’ দেওয়া নিয়ে ওই দুই মেম্বার প্রার্থীর কর্মীরা তর্কে জড়ায়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা এলে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনার পর কেন্দ্রটি ভোটারশূন্য হয়ে পড়ে।

এ ঘটনায় তাৎক্ষণিক ওই দুই প্রার্থীর বক্তব্য পাওয়া যায়নি।

প্রিজাইডিং কর্মকর্তা মঞ্জুর আলম বলেন, ‘কেন্দ্রের ভেতরে কোনো ঘটনা ঘটেনি। যা ঘটেছে কেন্দ্রের বাহিরে।’

এদিকে কেন্দ্রটিতে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ৭১৭ ভোটের মধ্যে ৪২১ ভোট পড়েছে বলে জানান এ কর্মকর্তা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা