× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্থানীয় সরকার নির্বাচন

শক্ত লড়াইয়ের আভাস ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ০৯ মার্চ ২০২৪ ১০:১৫ এএম

আপডেট : ০৯ মার্চ ২০২৪ ১০:৩৬ এএম

শক্ত লড়াইয়ের আভাস ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

একটি জমজমাট নির্বাচনের জন্য প্রস্তুত কুমিল্লা মহানগর। মেয়র পদে চারজন শক্ত প্রার্থী নির্বাচনী লড়াইয়ের মাঠে থাকায় ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করছেন নগরবাসী। নির্বাচন কমিশনও শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য নিয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। এই মহানগর এলাকায় আজ সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। 

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র পদে উপনির্বাচন হচ্ছে আজ শনিবার। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ইভিএম মাধ্যমে ভোট নেওয়া হবে। নির্বাচনের আগেই প্রার্থীর সমর্থক ও আত্মীয়স্বজনদের ওপর হামলার অভিযোগ উঠলেও নির্বাচনের দিন যাতে কোনো অঘটন না ঘটে তার জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন। তিনি বলেন, ‘নির্বাচনে আমরা সক্ষমতার সবটুকু প্রয়োগ করতে চাই। অপ্রীতিকর ঘটনা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে রয়েছে। তার পরও নেতিবাচক ঘটনা ঘটলে পাঁচ মিনিটের মধ্যে ফোর্স যেন সেখানে যেতে পারে, সে প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা ঠিক রাখতে যা চেয়েছি, নির্বাচন কমিশন তা পুরোপুরি দিয়েছে।

‘আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় প্রতি তিন ওয়ার্ডে একজন করে মোট নয়জন ম্যাজিস্ট্রেট এবং আচরণবিধি প্রতিপালনে সব ওয়ার্ডে আরও একজন করে মোট ২৭ জন ম্যাজিস্ট্রেট কাজ করছেন। ১০৫ কেন্দ্রের নিরাপত্তায় ১২ প্লাটুনে ৪৫০ জন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। র‍্যাব-২৭ টিমে ৯৩৯ জন, পুলিশের ২৭ টিমে ১ হাজার ৩৩৯ জন ও নয়টি স্ট্রাইকিং ফোর্স মাঠে থাকবে। প্রতি কেন্দ্রে সার্বক্ষণিক পাঁচজন পুলিশ সদস্য থাকবেন। এ ছাড়া দুটি থানায় দুটি টিম রিজার্ভ ফোর্স হিসেবে কাজ করবে।’ কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, ‘কুমিল্লাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। দৃশ্যমান আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি থাকবেন সাদা পোশাকের গোয়েন্দা সদস্যরা। কোনো বিশৃঙ্খলা হলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’ 

নির্বাচনের চার প্রার্থী হলেন ঘড়ি প্রতীকে সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, ঘোড়া প্রতীকে কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, বাস প্রতীকে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার ও হাতি প্রতীকে মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর-উর রহমান মাহমুদ তানিম। 

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলার ২৭টি ওয়ার্ড নিয়ে এই সিটি করপোরেশন। ভোটার সংখ্যা হচ্ছে ২ লাখ ৪২ হাজার ৫৬২ জন। ১০৫টি কেন্দ্রে ভোটকক্ষ ৬৪০টি। নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তা ১০৫ জন, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ৬৪০ জন ও পোলিং এজেন্ট হিসেবে ১ হাজার ২৮০ জন দায়িত্ব পালন করবেন। 

এরই মধ্যে গতকাল শুক্রবার কুমিল্লা জিলা স্কুল থেকে ভোটগ্রহণের সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে। প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার এবং আনসার সদস্যরা এসব সরঞ্জাম গ্রহণ করেন। এর আগে নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কুমিল্লা স্টেডিয়ামে পুলিশ সদস্যদের নানা দিকনির্দেশনা দেন পুলিশ সুপার আবদুল মান্নান। ২০২২ সালে সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছিলেন নৌকা প্রতীকের আরফানুল হক রিফাত। ২০২৩ সালের ১৩ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ কারণে মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা