× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘নারীর ক্ষমতায়নে বিশ্বের রোল মডেল বাংলাদেশ’ : এমপি সেঁজুতি

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ০৮ মার্চ ২০২৪ ২২:৩০ পিএম

‘নারীর ক্ষমতায়নে বিশ্বের  রোল মডেল বাংলাদেশ’ : এমপি সেঁজুতি

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি বলেছেন, ‘নারীরাই পারে সকল প্রতিবন্ধকতাকে মাড়িয়ে সামনে এগিয়ে জয়ী হতে। নারীর ক্ষমতায়নে বিশ্বের রোল মডেল বা নারীর স্বর্গরাজ্য আজকের বাংলাদেশ। যেখানে প্রধানমন্ত্রী থেকে সংসদে স্পিকার নারী, যে দেশে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা থেকে প্রশাসনের বড় বড় পোস্টে নারী, পুলিশ সুপার নারী। প্রতিটি সেক্টরে আজ নারীরা সফলভাবে প্রতিষ্ঠিত।’

শুক্রবার (৮ মার্চ) সকালে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘নারীর সমঅধিকার, সে সুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ প্রতিপাদ্যে নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

লায়লা পারভীন সেঁজুতি বলেন, ‘নারীদের চলার পথ অনেক কঠিন। কেউ তাকে পথ দেখিয়ে দেবে না। নিজেকেই নিজের পথ তৈরি করে নিতে হবে। নারী নিজের অধিকার নিজেই আদায় করে নেবে। জাতীয় জীবনসহ সকল স্তরে নারীদের অগ্রাধিকার নিশ্চিত করতে হবে। নারীর ক্ষমতায়নের মাধ্যমে এগিয়ে যাবে আমাদের এই বাংলাদেশ।’

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেন। অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অফস্) মো. আমিনুর রহমান, শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল হামিদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহানা মুহিদ বুলু, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জোৎস্না দত্ত।

অনুষ্ঠানে কিশোর-কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক শিরিনা আক্তারের কণ্ঠে গাওয়া ‘আমরা কন্যা, আমরা ভগ্নি, আমরা জায়া জননী’ গানটি নারীদের আরও অনুপ্রাণিত করে। এর আগে বেলুন উড়িয়ে নারী দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা ও দিবসটির উদ্বোধন করেন সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি। শোভাযাত্রাটি শহীদ আব্দুল রাজ্জাক পার্কে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমিতে শেষ হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা