× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম মাতালো জয় বাংলা কনসার্ট

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৭ মার্চ ২০২৪ ২২:৩৫ পিএম

চট্টগ্রামে সন্ধ্যার পর জয় বাংলা কনসার্ট। প্রবা ফটো

চট্টগ্রামে সন্ধ্যার পর জয় বাংলা কনসার্ট। প্রবা ফটো

চট্টগ্রামে জয় বাংলা কনসার্টে সন্ধ্যার বিরতির পর মঞ্চের পর্দায় ভেসে উঠলো বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ। এরপর ভাষণ শেষ হতেই চারদিকে শুরু হলো আলোর ঝলকানি। আতসবাজির ছটায় পুরো স্টেডিয়াম ঝলমল করছিল কিছুক্ষণ। এর পরই মঞ্চে আসলেন লালন ব্যান্ডের সুমি। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম তখন কানায় কানায় পূর্ণ। মাঠ আর মাঠের বাইরের গ্যালারীতে তিল ধরণের ঠাই নেই। তবে পুরো আয়োজনই ছিল অত্যন্ত সুশৃঙ্খল।

৭ মার্চের স্মরণে চট্টগ্রামে এবার  ‘জয় বাংলা কনসার্ট’আয়োজন করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) তারুণ্যের প্লাটফর্ম ইয়াং বাংলা। আগের সাতবার এই আয়োজন ঢাকায় করলেও এবার অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামে।

বৃহস্পতিবার (৭ মার্চ) বেলা ৩টা থেকে স্থানীয় ব্যান্ডদল ‘তীরন্দাজের’ গানের মাধ্যমে শুরু হয় ২০২৪ সালের এ কনসার্ট। এ আয়োজন শুরুর ঘণ্টা দুয়েক আগে থেকে স্টেজের সামনে ভিড় জমাতে থাকেন উচ্ছ্বসিত তরুণ-তরুণীরা।

চট্টগ্রামের হালিশহর থেকে আসা নাইম উদ্দিন নামে এক দর্শণার্থী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এবারের জয় বাংলা কনসার্ট চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়ায় আনন্দ লাগছে। এর আগে ঢাকায় দুই বার গিয়েছিলাম। কিন্তু সবসময় আগ্রহ থাকলেও দূরে বলে যাওয়া হয় না। আশা করি সামনের দিকেও এই কনসার্ট ধারাবাহিকভাবে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।’

এবারের কনসার্ট মাতাচ্ছে ৯টি ব্যান্ড, যার মধ্যে আছে আর্টসেল, চিরকুট, ক্রিপটিক ফেইট, লালন, অ্যাভোয়েড রাফা, নেমেসিসের মত জনপ্রিয় ব্যান্ডদল।

চট্টগ্রাম বিশ্ববিদ্যলয়ের শিক্ষার্থী ফারহান বিন আলম বলেন, ‘এতগুলো জনপ্রিয় ব্যান্ডদল একই মঞ্চে গান গাইতে এসেছে, এটা দেখতে ভালো লাগছে।’

কনসার্টের আরেক দর্শনার্থী মাহি উদ্দিন বলেন, ‘জয় বাংলা কনসার্ট আমাদের ভেতরের দেশাত্মবোধকে জাগিয়ে তোলে। দেশাত্মবোধক গানগুলো আমাদের মতো তরুণদের মাঝে উদ্দীপনার সৃষ্টি করে।’

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে স্মরণ করে তরুণদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ২০১৫ সাল থেকে ইয়াং বাংলার নিয়মিত আয়োজন জয় বাংলা কনসার্ট। এবার চট্টগ্রামে যে কনসার্ট আয়োজন করা হয়েছে তা তত্ত্বাবধান করছে চট্টগ্রাম জেলা ও নগর পুলিশ প্রশাসন। কনসার্ট ঘিরে এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

কনসার্টে নারী দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে আলাদা জোন। স্টেডিয়ামের ভেতরেই রাখা হয়েছে খাবার ও পানীয় স্টল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা