× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাতের আঁধারে মেয়রের ওপর ‘হামলাচেষ্টা’, পুলিশের সহায়তায় উদ্ধার

বরগুনা প্রতিবেদক

প্রকাশ : ০৭ মার্চ ২০২৪ ১৮:২৭ পিএম

আপডেট : ০৭ মার্চ ২০২৪ ১৯:৩৪ পিএম

আমতলী পৌরসভার মেয়র এবং আসন্ন পৌরসভা নির্বাচনে মোবাইল ফোন প্রতীক নিয়ে মেয়র প্রার্থী মো. মতিয়ার রহমান। ফাইল ফটো

আমতলী পৌরসভার মেয়র এবং আসন্ন পৌরসভা নির্বাচনে মোবাইল ফোন প্রতীক নিয়ে মেয়র প্রার্থী মো. মতিয়ার রহমান। ফাইল ফটো

বরগুনার আমতলী পৌরসভার মেয়র এবং আসন্ন পৌরসভা নির্বাচনে মোবাইল ফোন প্রতীক নিয়ে মেয়র প্রার্থী মো. মতিয়ার রহমানের ওপর রাতের আঁধারে হামলার চেষ্টার অভিযোগ উঠেছে।

বুধবার (৬ মার্চ) রাত ১২টার দিকে পৌর শহরের ৭ নম্বরের ওয়ার্ড পূজামণ্ডপের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মেয়র মতিয়ার রহমানকে উদ্ধার করে পুলিশ।

মেয়র মতিয়ার রহমান বলেন, ‘ওই ওয়ার্ডের বাসিন্দা মিজানুর রহমানের মা অসুস্থ। বুধবার রাত সাড়ে এগারোটার দিকে আমি মিজানের মাকে দেখতে গিয়েছিলাম। তাকে দেখে ফেরার পথে আমি যখন হেঁটে রাধাকৃষ্ণ মন্দিরের সামনে আসি, তখনি প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী নাজমুল আহসান নান্নুর (হ্যাঙ্গার প্রতীক) সমর্থক নয়ন মৃধা ও সোহেল গাজীর নেতৃত্বে অর্ধশতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে আমার ওপর হামলার চেষ্টা করে এবং ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। ঘটনার আকস্মিকতায় আমি দিশেহারা হয়ে পড়ি। এ সময় আমি দৌড়ে মন্দিরের ভেতরে আশ্রয় নিই। একপর্যায়ে সেখানে ভুপতি বাবুর ঘরে আশ্রয় নিয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আমাকে উদ্ধার করে।’

তিনি বলেন, ‘নাজমুল আহসান নান্নুর নির্দেশে রাতের আঁধারে আমার ওপর হামলা করা হয়। এ ঘটনায় মিজান, সোহাগ বিশ্বাস, সাইদুল, রনি তারেক ডালিমসহ অন্তত ১০ জন আহত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বহিরাগত কিছু সন্ত্রাসী পৌর শহরে প্রবেশ করেছে। তারা পরিকল্পিতভাবে আমার ওপর হামলার চেষ্টা করেছিল। এই বহিরাগতদের কারণে নির্বাচনে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে।’ এদের ব্যাপারে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান মেয়র মতিয়ার রহমান।

হ্যাঙ্গার প্রতীকের প্রার্থী নাজমুল আহসান নান্নুর মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। তবে হামলার বিষয় অস্বীকার করে নাজমুল আহসান নান্নুর সমর্থক আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম ওসমানি হাসান বলেন, ‘রাতের আঁধারে ভোটারদের টাকা দিতে ওই এলাকায় গিয়েছিল মতিয়ার রহমান। এলাকাবাসী তাকে প্রতিরোধ করেছে। এতে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।’

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মেয়র মতিয়ার রহমানকে উদ্ধার করে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছিল। পরবর্তীতে মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা