চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪ ২২:৩৩ পিএম
আপডেট : ০৬ মার্চ ২০২৪ ২৩:১৪ পিএম
প্রতীকী ফটো
চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন ঝাউতলা রেলগেট এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে মুজিব নামে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন খুলশী থানার উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন।
নিহত মুজিবের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
হেলাল উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বুধবার দুপুরে সড়কের ওপর রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল করি। নিহতের পেটে ধারালো অস্ত্রের আঘাতে চিহ্ন রয়েছে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কে বা কারা তাকে হত্যা করেছে আমরা এখনও নিশ্চিত নই। প্রাথমিক তদন্তে জেনেছি মুজিবের রিকশার গ্যারেজও ছিল। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যারেজ সংক্রান্ত কোনো ঝামেলা নিয়ে কেউ তাকে খুন করতে পারে। তদন্ত শেষে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’