× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুদকের মামলায় ভূমি কর্মকর্তাকে কারাগারে

প্রবা প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ০৬ মার্চ ২০২৪ ১৮:৪৭ পিএম

আপডেট : ০৬ মার্চ ২০২৪ ২০:৫৬ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুদকের করা মামলায় বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন ভূমি অফিসের এক সহকারী কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (৬ মার্চ) বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মেহেদি আল মাসুদ তাকে কারাগারে পাঠানের আদেশ দেন।

এর আগে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মো. মিজানুর রহমান পান্না নামের ওই ভূমি কর্মকর্তা। আদালত তার আবেদন বাতিল করে তাকে কারাগারে পাঠান।

আদালতের বেঞ্চ সহকারী আবুল বাশার প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

কারাগারে পাঠানো এই সহকারী ভূমি কর্মকর্তা বরিশাল নগরীর কাউনিয়া মনসাবাড়ি গলির মন্দির এলাকার বাসিন্দা আব্দুল ওহাব হাওলাদারের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী বলেন, ‘দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১৬ লাখ ২৩ হাজার ৭১৭ টাকার তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত ৩৫ লাখ ২৫ হাজার ৩১৮ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা হয়। ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর দুদকের বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক রনজিৎ কুমার কর্মকার মামলাটি করেন। গত বছরের ১০ আগস্ট ওই ভূমি কর্মকর্তাকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘সেই মামলায় আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন মিজানুর। বিচারক জামিন না-মঞ্জুর করে তাকে জেলে পাঠিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা