কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪ ১৭:৪৯ পিএম
আপডেট : ০৬ মার্চ ২০২৪ ১৮:৩৮ পিএম
প্রতীকী ছবি
পটুয়াখালীর কুয়াকাটা থেকে পাঁচ জেলে বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটকা পড়েছেন। প্রতিবেশী দেশটির বন বিভাগ পশ্চিমবঙ্গের আলীপুরা থানা পুলিশের কাছে হস্তান্তর করলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
তারা সবাই পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের বাসিন্দা।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন তালুকদার প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
জেলেদের পরিবারের বরাতে তিনি বলেন, ‘১৬ ফেব্রুয়ারি আলীপুর মৎস্য বন্দর থেকে খাজুরা গ্রামের মো. জামাল, দিয়ার আমখোলাপাড়া গ্রামের গোলাম রাব্বি, ফাঁসিপাড়া গ্রামের মাসুম, আলীপুরের ইয়াছিন খান ও মো. হোসেন ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে সাগরে মাছ শিকারে যান। এরপর তারা ফিরে আসেননি। ১৩ দিন ধরে তাদের কোনো সন্ধান না পেয়ে ১ মার্চ নিখোঁজ গোলাম রাব্বির ভাই মিজানুর রহমান মহিপুর থানায় একটি জিডি করেন।’
মিজানুর বলেন, ‘ভারতের একটি ইলেকট্রনিক মিডিয়ার খবরের মাধ্যমে জানতে পেরেছি তারা (পাঁচ জেলে) বর্তমানে ভারতের কারাগারে রয়েছে।’
তিনি আরও বলেন, ‘পশ্চিমবঙ্গের স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ইঞ্জিন বিকল হয়ে তারা নৌকাসহ সাগরে ভেসে ভারতীয় সীমানায় অনুপ্রবেশের অভিযোগে সেখানকার বনকর্মীদের হাতে ২৪ ফেব্রুয়ারি আটক হন। এরপর তাদের আলীপুরা থানা পুলিশে হস্তান্ত করা হয়।’
তাই তাদের ফিরিয়ে আনতে সরকারের সহায়তা চেয়েছেন স্বজনরা।
মহিপুর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার বলেন, ‘এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’