খানসামা (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪ ২০:০১ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৪ ২০:৫৪ পিএম
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রবা ফটো
অর্থমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথমবার আগামী বৃহস্পতিবার নিজ নির্বাচনী এলাকা দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) সফরে যাচ্ছেন আবুল হাসান মাহমুদ আলী।
মঙ্গলবার (৫ মার্চ) অর্থমন্ত্রীর সহকারী একান্ত সচিব শাহ সালাউদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগামী বৃহস্পতিবার পাকেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ও পরেরদিন শুক্রবার চিরিরবন্দর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খানসামা ও চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ, দুই উপজেলার সরকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও বিভিন্ন উন্নয়ন কাজ উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘অর্থমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর তার এই আগমন উপলক্ষে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সবার মধ্যে খুশির আমেজ বইছে। গণসংবর্ধনা অনুষ্ঠান সফল করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’
খানসামা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন বলেন, ‘আবুল হাসান মাহমুদ আলী অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় আমরা গর্বিত ও আনন্দিত। তাই তার এই আগমন সফল করতে আওয়ামী লীগের নেতাকর্মীসহ সবাই অধীর আগ্রহে আছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজ উদ্দিন বলেন, ‘খানসামা উপজেলার এই কৃতি সন্তানকে বরণ ও সফরসূচির সব কর্মসূচী সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক বিষয়ে উপজেলা প্রশাসন তদারকি করছে।’
কূটনীতিক থেকে রাজনীতির মাঠে এসে তৃতীয়বারের মতো মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) আসন থেকে টানা চতুর্থবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন আবুল হাসান মাহমুদ আলী। একাদশ জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।