× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রামুর দুর্গম চার গ্রামকে বাল্যবিয়েমুক্ত ঘোষণা

কক্সবাজার অফিস

প্রকাশ : ০৫ মার্চ ২০২৪ ১৯:৪৬ পিএম

আপডেট : ০৫ মার্চ ২০২৪ ২২:২৪ পিএম

রামু উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বাল্যবিবাহমুক্ত অনুষ্ঠানে বক্তারা। প্রবা ফটো

রামু উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বাল্যবিবাহমুক্ত অনুষ্ঠানে বক্তারা। প্রবা ফটো

কক্সবাজারের রামু উপজেলার দুর্গম চার গ্রামকে বাল্যবিয়েমুক্ত এলাকা ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) সকালে রামু উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় স্থানীয় প্রশাসন, জাতীয় মানবাধিকার কমিশন ও আন্তজার্তিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন যৌথভাবে এ ঘোষণা দেয়। এ সময় অনুষ্ঠানে তিন শতাধিক অভিভাবক তাদের ছেলেমেয়েদের বাল্যবিবাহ দেবেন না বলে সমস্বরে অঙ্গীকার করেন।

বাল্যবিয়েমুক্ত গ্রামগুলো হলো- গর্জনিয়ার ইউনিয়নের পূর্ব বোমাংকিল, জোয়ারিয়ানালার ইউনিয়নের গুচ্ছগ্রাম-সিকদারপাড়া, কচ্ছপিয়ার ইউনিয়নের ছোট জামছড়ি ও ফতেখাঁরকুল ইউনিয়নের উত্তর হাইটুপি গ্রাম। 

আলোচনা সভায় জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘বাল্যবিয়ে সমাজে স্বাভাবিক শৃঙ্খলা নষ্ট করে এবং দাম্পত্য জীবনে অকালে ডেকে নিয়ে আসে নির্যাতন, অশান্তি। পাশাপাশি বাড়িয়ে তুলছে সামাজিক নৈতিক অবক্ষয়। বাল্যবিয়ের কারণে (স্বামী-স্ত্রী) শারীরিক ও মানসিক প্রতিক্রিয়ায় সমস্যা দেখা দেয়। বাল্যকালে বিয়ের ফলে সন্তান জন্মদানের ব্যাপারেও দেখা দেয় জটিলতা। শুধু তাই নয়, এই অল্প বয়সে সন্তান ধারণের ফলে মেয়েদের স্বাস্থ্যের ওপর বিরাট চাপ পড়ে। মেয়েদের স্বাস্থ্যহানি ছাড়াও তাদের অকাল মৃত্যুর মুখোমুখি হতে হয়। বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি।’

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নিরুপম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা, জাতীয় মানবাধিকার কমিশনের সচিব সেবাস্টিন রেমা, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ডিরেক্টর অপারেশন্স চন্দন জেড গমেজ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর মঞ্জুর এস পালমা, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আফসানা জেসমিন পপি, বিএনকেএসের নির্বাহী পরিচালক হ্লা সিং নু, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো, জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন প্রিন্স, গর্জনিয়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বাবুল। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামু এপি ম্যানেজার প্রণয় এস পালমা, এপি স্পন্সরশিপ অফিসার অর্ণা কথা রায়, বিএনকেএস রামু এপি প্রোগ্রাম ম্যানেজার শরৎ কুমার চাকমা প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা