× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেকনাফে দুই কেজি ক্রিস্টাল মেথসহ আটক ৩

কক্সবাজার অফিস

প্রকাশ : ০৫ মার্চ ২০২৪ ১৪:৪২ পিএম

আপডেট : ০৫ মার্চ ২০২৪ ১৬:০৩ পিএম

মঙ্গলবার সকাল ৯টায় টেকনাফের সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল ঘাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রবা ফটো

মঙ্গলবার সকাল ৯টায় টেকনাফের সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল ঘাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রবা ফটো

কক্সবাজারের টেকনাফ উপকূলে মিয়ানমার থেকে আনা ২ কেজি ১২৭ গ্রাম ক্রিস্টল মেথ বা আইসসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি নৌকাও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) সকাল ৯টায় টেকনাফের সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল ঘাটে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন টেকনাফে দায়িত্বরত বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

আটকরা হলেন সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল এলাকার মৃত নাগু মিয়ার ছেলে মো. সমাছুল আলম, মৃত হামিদ হোসেনের ছেলে মো. সৈয়দ আলম ও নুর কামালের ছেলে মো. আক্তার কামাল।

লে. কর্নেল  মো. মহিউদ্দীন আহমেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে মিয়ানমার থেকে আনা এ মাদকের চালানটিসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা করে আটক তিনজনকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

মিয়ানমারে বাংলাদেশ সীমান্তে গত ফেব্রুয়ারিতে সংঘাত শুরু হওয়ার পর থেকে বাংলাদেশে এ পর্যন্ত ৮ লাখ ৩৪ হাজার ৯০০ ইয়াবাসহ ১৫ জনকে আটক করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে সাড়ে ৩ কেজি ক্রিস্টল মেথ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা