টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪ ১১:৩৫ এএম
আপডেট : ০৫ মার্চ ২০২৪ ১২:১৮ পিএম
টেকনাফের সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মগপাড়া এলাকায় আগুনে পুড়ে যাওয়া ঘরের দৃশ্য। প্রবা ফটো
কক্সবাজারের টেকনাফে নিজ ঘরে আগুন লেগে এক রোহিঙ্গা বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মগপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ আবুল হোসেন একই এলাকার বাসিন্দা। বাংলাদেশের নাগরিকত্ব না থাকলেও দীর্ঘদিন ধরে মগপাড়ায় বাস করেন নিহত আবুল হোসেন।
টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মুকুল প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে বৃদ্ধের ঘরে আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস আসার আগেই বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় আবুল হোসেন দগ্ধ হয়ে মারা যান।
ইনচার্জ মুকুল বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাকড়ি চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।