× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুন্সীগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

মুন্সীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৫ মার্চ ২০২৪ ০০:৫৩ এএম

আপডেট : ০৫ মার্চ ২০২৪ ১১:০১ এএম

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল। প্রবা ফটো

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল। প্রবা ফটো

মুন্সীগঞ্জ পৌরসভার মাঠপাড়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত উজ্জ্বল মোল্লা মুন্সীগঞ্জ পৌরসভার কর্মচারী ও মাঠপাড়ার বাসিন্দা। আটক দুজন ক্যাবল ব্যবসায়ী হুমায়ুন আহমেদ ও তার ছোট ভাই সোহেল।

সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) এনামুল হক প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক হাসপাতালে যায় এবং হুমায়ুন ও সোহেলকে আটক করে।

স্থানীয়রা জানান, মাঠপাড়ায় একটি জমি কেন্দ্র করে ক্যাবল ব্যবসায়ী হুমায়ুন আহমেদ ও পৌর কর্মচারী উজ্জ্বল মোল্লার মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে সোমবার রাত সাড়ে ১০টার দিকে হুমায়ুন ও তার ছোট ভাই সোহেল দলবল নিয়ে উজ্জ্বল মোল্লার বাড়িতে হামলা চালায়। উজ্জ্বলকে মেরে গুরুতর আহত করে। পরে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উজ্জ্বলকে মৃত ঘোষণা করেন। স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব হাসপাতাল পরিদর্শন করেছেন।

উজ্জ্বল মোল্লার ছোট ভাই রাজু মোল্লা বলেন, হুমায়ুন ও সোহেল গুলি করতে করতে আমাদের বাড়িতে প্রবেশ করে। তারা উজ্জ্বল মোল্লার ওপর হামলা করে এবং ব্যাপক মারধর করে চলে যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা