× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ময়মনসিংহ সিটি নির্বাচন

ঘোড়া প্রতীকের প্রার্থীর প্রচারণায় হামলার অভিযোগ

ময়মনসিংহ সংবাদদাতা

প্রকাশ : ০৪ মার্চ ২০২৪ ২০:৫৪ পিএম

ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন ঘোড়া প্রতীকের প্রার্থী এহতেশামুল আলম। প্রবা ফটো

ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন ঘোড়া প্রতীকের প্রার্থী এহতেশামুল আলম। প্রবা ফটো

দুয়ারে কড়া নাড়ছে ময়মনসিংহ সিটি করপোরেশনের নিবার্চন। আগামী ৯ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে নগর জুড়ে প্রার্থীদের প্রচার প্রচারণায় উৎসবমুখর পরিবেশে বিরাজ করছে। মেয়র পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটের মাঠ সরগরম করে রেখেছেন তিনজন প্রার্থী।

গত রবিবার (৩ মার্চ) রাতে টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থীর কর্মী সমর্থকদের বিরুদ্ধে ঘোড়া প্রতীকের প্রার্থীর গণসংযোগে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (৪ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলন করে সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কার কথা জানান ঘোড়া প্রতীকের প্রার্থী এহতেশামুল আলম। যদিও পুলিশ বলছে, ‘ঘটনার সত্যতা পাওয়া যায়নি।’

সংবাদ সম্মেলনে এহতেশামুল আলম অভিযোগ করে বলেন, ‘গত রবিবার দিনব্যাপী প্রচারণা শেষে রাতে ১৩ নম্বর ওয়ার্ডের বাঁশবাড়ি কলোনীতে প্রচারণার সময় ঘড়ি ঘড়ি স্লোগানে আমিসহ নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। এসময় স্থানীয়রা আমাকে আগলে ধরায় রক্ষা পাই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এবিষয়ে স্থানীয় রেদওয়ান আহমেদ নামে একজন থানায় অভিযোগপত্র জমা দিয়েছেন। নিবার্চন কমিশনেও অভিযোগ দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তারা ভাবছে এসব করলেই আমি পিছিয়ে যাব, কিন্তু আমিতো পিছিয়ে যাওয়ার মতো মানুষ না। আমি জেলা আওয়ামী লীগের সভাপতি পিছিয়ে পরার জন্য নিবার্চনে দাঁড়াইনি। সংসদ সদস্য মোহিত উর রহমান শান্তর উৎসাহে আমি প্রার্থী হয়েছি। ঘটনার পরপরই মোহিত উর রহমান শান্ত ও হাতি প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট সাকেদুল হক খান মিল্কী টজু আমার খোঁজ নিয়েছেন। আমি আইনকে শ্রদ্ধা জানিয়ে বিচারের ভার তাদের কাছে দিয়েছি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম সাজ্জাদ জাহান শাহীন, শ্রম বিষয়ক সম্পাদক বুলবুল আহমেদ, ধর্মবিষয়ক সম্পাদক শরাফ উদ্দিন আহম্মেদ বায়েজিদ, উপ—দপ্তর সম্পাদক মোস্তুফা মামুনুর রায়হান অসীম, সদস্য কাজী আজাদ জাহান শামীম প্রমূখ।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা সিসিটিভি পর্যালোচনা করেছি। ফুটেজে হামলার কোন ঘটনা পায়ওয়া যায়নি। তবে দুই গ্রুপের স্লোগানে কিছুটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এখন পরিবেশ শান্ত রয়েছে। এছাড়া নির্বাচন ঘিরে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

সকালে আদালত প্রাঙ্গণে টেবিল ঘড়ি প্রতীকের লিফলেট বিতরণ করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু। হামলার বিষয়ে জানতে চাইলে টিটু বলেন, ‘ঘড়ি প্রতীকের জনস্রোত দেখে তারা ভীতসন্ত্রস্ত হয়ে এসব অপপ্রচার চালাচ্ছে। সাধারণ মানুষ তাদের অপপ্রচারে কান দিবে না। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৯ তারিখ ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের মূল্যবান ভোট দিয়ে টেবিল ঘড়ির জয় নিশ্চিত করবেন।’

দুপুরে নগরীর ভাটিকাশর ও আলিয়া মাদ্রসা এলাকায় হাতি প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট সাদেকুল হক খান মিল্কী টজু গণসংযোগ করেন। টজু বলেন, ‘সংসদ সদস্যের অনুসারীদের সমর্থন থাকায় হাতি প্রতীকের প্রচার প্রচারণার গতি আগের চেয়ে বেড়েছে। পরিবর্তনের লক্ষ্যে নিজেদের ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে সাধারণ ভোটাররা।’

শিকারীকান্দা প্রচারণা চালান জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও লাঙ্গল প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম স্বপন মন্ডল। এসময় তিনি বলেন, ‘প্রচারণায় লাঙ্গলের পক্ষে ব্যাপক সাড়া রয়েছে। মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলে লাঙ্গল প্রতীক জয়ী হবে। তবে ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে হবে।’

ময়মনসিংহ সিটিতে ভোটার ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন। এর মধ্যে ১ লাখ ৬৩ হাজার ৮৩২ পুরুষ, ১ লাখ ৭২ হাজার ৬৫৫ নারী ও ট্রান্সজেন্ডার ভোটার ৯ জন। আগামী ৯ মার্চ ইভিএমে ১২৮ কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মেয়র পদে পাঁচ প্রার্থী ছাড়াও নগরের ৩৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রার্থী ১৪৯ এবং ১১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থী আছেন ৬৯ জন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা