× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোনাদিয়ায় গোলাগুলির ঘটনায় আরও একজন নিহত, আটক ৫

মহেশখালী (কক্সবাজার) সংবাদদাতা

প্রকাশ : ০৩ মার্চ ২০২৪ ২১:৫৯ পিএম

সোনাদিয়ায় গোলাগুলির ঘটনায় আরও একজন নিহত, আটক ৫

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া পশ্চিমপাড়ায় লবণের মাঠ দখলে নিতে দুই পক্ষের গোলাগুলির ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। রবিবার (৩ মার্চ) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত সাদ্দাম হোসেন নামে এই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মহেশখালীর থানার ওসি সুকান্ত চক্রবর্তী।

নিহত সাদ্দাম হোসেন সোনাদিয়ার পশ্চিমপাড়ার আনোয়ার পাশার ছেলে। গত শনিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দফায় দফায় দুই পক্ষের গোলাগুলি হয়। এতে ঘটনাস্থলে সাইফুল ইসলাম নামে একজন মারা যান। নিহত সাইফুল উপজেলার বড় মহেশখালী মুন্সির ডেইল গ্রামের মৃত গোলাম কুদ্দুসের ছেলে।

মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, লবণের মাঠ দখলে শনিবার বেলা ১১টার দিকে দুই পক্ষের গোলাগুলি ও সংঘর্ষ হয়। বড় মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনা এলাকার বাসিন্দা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঙ্গে সোনাদিয়া দ্বীপের পশ্চিম পাড়ার আজিম মিয়া পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে। এতে একজন নিহত ও ১০ জন আহত হন। এ ঘটনায় শনিবার চারজনকে এবং রবিবার অস্ত্রসহ মোহাম্মদ রাকিব নামে এক যুবককে পুলিশ আটক করেছে। 

অন্যদের ধরার চেষ্টা চলছে জানিয়ে ওসি বলেন, এ ব্যাপারে এ পর্যন্ত কেউ থানায় লিখিত এজাহার দেননি। তবে পুলিশ ঘটনা তদন্তসহ অপরাধী ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা