× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সনাতন ধর্মীয় আলোচনায় সাকিব

ধর্ম আমাদের শিক্ষা দেয় সবাইকে নিয়ে শান্তিতে থাকার

মাগুরা প্রতিবেদক

প্রকাশ : ০২ মার্চ ২০২৪ ২১:৩৫ পিএম

আপডেট : ০২ মার্চ ২০২৪ ২৩:৩৬ পিএম

মাগুরা সদর উপজেলা রাঘবদাইড় বেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সনাতনী ধর্মীয় সভায় বক্তব্য দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান। প্রবা ফটো

মাগুরা সদর উপজেলা রাঘবদাইড় বেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সনাতনী ধর্মীয় সভায় বক্তব্য দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান। প্রবা ফটো

মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান বলেছেন, ধর্ম আমাদের শিক্ষা দেয় সবাইকে নিয়ে মিলেমিশে শান্তিতে থাকার। আমি আশা করব আমাদের এই জেলাতে আমরা যত ধর্মের মানুষ আছি, সবাই যেন একসঙ্গে মিলেমিশে সব আনন্দ-উৎসব ভাগাভাগি করে চলতে পারি।

শনিবার (২ মার্চ) বিকাল ৪টার দিকে মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের বেঙ্গা বেরইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সনাতনী সৎ সংঘ মালঞ্চীর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক সনাতন ধর্মীয় আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সাকিব আল হাসান বলেন, ‘এমন সুন্দর একটি আয়োজন করার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। এই আলোচনায় আসতে পেরে আমি খুবই আনন্দিত। আপনারা আমাকে যেভাবে ভোট দিয়ে বিজয়ী করেছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি আমার দায়বদ্ধতা থেকে চেষ্টা করব আপনাদের সর্বোচ্চ কাজ করার। এখানে যে যে সমস্যা আছে সেটা আপনাদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে যেভাবে করলে ভালো হয় আমি সেভাবেই করার চেষ্টা করব।’ 

তিনি বলেন, ‘এখানে যারা বক্তব্য দিয়েছেন তারা অলরেডি সবই বলেছেন। আমার কাজটাকে তারা সহজ করে দিয়েছেন। এখন কাজ হচ্ছে আপনাদের জন্য কাজ করা, সেই চেষ্টা আমি করব। ধর্ম আমাদের একটা জিনিস শেখায় যে, সবাই যেন শান্তিতে থাকতে পারে। আমি আশা করব আমাদের এই জেলাতে আমরা যত ধর্মের মানুষ আছি সবাই যেন একসঙ্গে মিলেমিশে  আনন্দে উৎসবে সবকিছু ভাগাভাগি করে চলতে পারি।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেঙ্গা বেরইল মালঞ্চী সনাতনী সৎ সংঘের সভাপতি শাওন বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন বেঙ্গা বেরইল মালঞ্চী সনাতনী সৎ সংঘের সাধারণ সম্পাদক সুব্রত বাছাড়।

আরও উপস্থিত ছিলেন মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সাংগঠনিক সম্পাদক-২ রানা আমির ওসমান, রাঘবদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম।

এ ছাড়া ঢাকা থেকে আগত সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী দিলীপ কুমার, শ্রী নারায়ণ সরকার, গণ আজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এসকে সিকদার ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট বিনয় কৃষ্ণ পোদ্দার। 

সাকিব আল হাসান ক্রিকেট টুর্নামেন্ট বিপিএল শেষ করে গতকাল শুক্রবার রাতে সাহাপাড়ার নিজ বাড়িতে আসেন। আজ (গতকাল) সকাল থেকে ভক্তরা সাকিবের সঙ্গে দেখা করতে আসেন। তারই এক ফাঁকে সকালে যান মাগুরা মেডিকেল কলেজের নির্ধারিত জায়গা দেখতে। সেখান থেকে ফিরে যোগ দেন ধর্মীয় সভায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা