ঝিনাইদহ প্রতিবেদক
প্রকাশ : ০২ মার্চ ২০২৪ ১৮:৪৮ পিএম
আপডেট : ০২ মার্চ ২০২৪ ১৯:১১ পিএম
মহেশপুরের ৫১ নম্বর সীমান্ত পিলার থেকে বাংলাদেশ সীমানার ২৫০ গজ অভ্যন্তরে অভিযান চালিয় স্বর্ণের বারগুলো উদ্ধার করেন মাটিলা বিওপির সদস্যরা। প্রবা ফটো
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে চোরাচালানের পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করেছেন বিজিবি সদস্যরা। বাহিনীটি জানায়, স্বর্ণের প্রতিটি বারের ওজন এক কেজি করে।
শনিবার (২ মার্চ) দুপুরে ৫১ নম্বর সীমান্ত পিলার থেকে বাংলাদেশ সীমানার ২৫০ গজ অভ্যন্তরে অভিযান চালিয় মাটিলা বিওপির সদস্যরা স্বর্ণের বারগুলো উদ্ধার করেন। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক (অধিনায়ক) এইচএম সালাহউদ্দিন চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চোরাকারবারিরা সীমান্তঘেঁষা কৃষিজমিতে কাজ করার বাহানায় স্বর্ণের চালানটি ভারতে পাচারের চেষ্টা করছিল। গোপন খবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা তাদের চ্যালঞ্জ করেন। এ সময় চোরাকারবারিরা একটি প্যাকেট ফেলে দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে সাদা প্যাকেটে মোড়ানা অবস্থায় পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রতিটি বারের ওজন এক কেজি করে।
উদ্ধার হওয়া এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৪৫ লাখ টাকা জানিয়ে বিজিবি অধিনায়ক বলেন, সেগুলো সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।