× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বনের ভেতরে খাবারের সংকট, লোকালয়ে বন্য প্রাণী

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার

প্রকাশ : ০২ মার্চ ২০২৪ ১১:০৯ এএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের চৌমুহনী চত্বরে খাারের সন্ধ্যানে ছুটে আসা বানর। প্রবা ফটো

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের চৌমুহনী চত্বরে খাারের সন্ধ্যানে ছুটে আসা বানর। প্রবা ফটো

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয়ে প্রায়ই দেখা মিলছে বন্য প্রাণীর। বিশেষ করে বানরের দলকে শহরের বিভিন্ন বাড়ির ছাদে, টিনের চালে ছোটাছুটি করতে দেখা যায়। খাবারের সন্ধানে বাসাবাড়ি, দোকানপাটে হানা দিচ্ছে। পরিবেশকর্মীদের দাবি, বনে খাবার সংকট পড়ায় লোকালয়ে বাড়ছে এসব প্রাণীর উপস্থিতি। 

জানা যায়, শ্রীমঙ্গল শহর থেকে কমলগঞ্জের লাউয়াছড়া বনের দূরত্ব প্রায় ৮ কিলোমিটার, চাউতলী বনের দূরত্ব ১০ কিলোমিটার এবং কালাছড়া বনের দূরত্ব ১৫ কিলোমিটার। ধারণা করা হচ্ছে এসব বন থেকে খাবারের সন্ধানে কখনও দলছুট হয়ে আবার কখনও দল বেঁধে শহর ও শহরতলিতে আসছে বানররা। 

সম্প্রতি শহরের চৌমুহনা চত্বরে অবস্থিত বিপণিবিতান শাপলা মার্কেটের দ্বিতীয় তলার কার্নিশে অবস্থান নেয় একটি বিশালাকার বানর। অনেকে বানরটির দিকে পেয়ারা, কমলা, আপেলসহ নানা ফল ছুড়ে দেন। এসব খাবার খেয়ে প্রায় ২ ঘণ্টা পর বানরটি স্থান ত্যাগ করে।

কালিঘাট রোডের রুবেল ভ্যারাইটিজ স্টোরের স্বত্বাধিকারী রুহুল আমিন রুবেল বলেন, ‘কয়েকটি বানর প্রায়ই কালিঘাট রোডের বিভিন্ন দোকানে হানা দিয়ে কলাসহ নানা ফল নিয়ে যায়। যেসব দোকানে কলা বিক্রি হয়, সেসব দোকানে বানরের উৎপাতে ব্যবসা করাই অনেকটা কঠিন হয়ে গেছে।’

এ ব্যাপারে বন্য প্রাণীপ্রেমী খোকন সিং প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘দিন দিন লাউয়াছড়াসহ আশপাশের বনাঞ্চলে বন্য প্রাণীর আবাসস্থ সংকুচিত হয়ে যাচ্ছে। একইভাবে কমতে শুরু করেছে পশুপাখির খাদ্য ও পানীয়। এতে বাধ্য হয়েই বন্য প্রাণীরা লোকালয়ে আসছে।’

পরিবেশ ও সংবাদকর্মী সাজু মারচিয়াং বলেন, ‘১০-১৫ বছর আগেও বনাঞ্চলের যে ঘনত্ব ছিল, এখন তার অর্ধেকও নেই। প্রতিটি বনেই ছিল পর্যাপ্ত ফলদ বৃক্ষ। ফলে প্রাণীদের খাবারের সংকট হতো না। এক দশক আগেও লোকালয়ে বন্য প্রাণীদের দেখা পাওয়া যেত না। এখন বানরসহ নানা প্রাণী লোকালয়ে হানা দিচ্ছে। 

বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘গ্রামে যখন বন্য প্রাণী মানুষের চোখে পড়ছে তখন আতঙ্কিত হয়ে তারা প্রাণীদের তথ্য আমাদের বা বন বিভাগকে জানান। খবর পেলে আমরা দ্রুত বন্য প্রাণীগুলো উদ্ধার করে পৌঁছে দিচ্ছি বন বিভাগের হাতে।’ 

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, বনে প্রাণীদের খাবারের সংকট দূরীকরণে ইতোমধ্যে লাউয়াছড়াসহ অন্য বনগুলোতে বিপুল সংখ্যক ফলদ বৃক্ষ রোপণ করা হয়েছে। প্রাণীদের পানীয় জলের সমস্যা সমাধানেও কাজ করা হচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা