বেইলি রোডে আগুন
মাদারীপুর প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৪ ১৮:৫৯ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৪ ২১:০৫ পিএম
নিহাত জিহাদ শিকদার। ছবি : সংগৃহীত
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ আগুনে জিহাদ শিকদার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তার বাড়ি মাদারীপুরের কালকিনিতে। সেখানে চলছে শোকের মাতম। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পুরো পরিবার।
শুক্রবার (১ মার্চ) দুপুরে নিহতের মরদেহ কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের আলিমাবাদ গ্রামে নিয়ে গেলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।
নিহত জিহাদ শিকদার আলিমাবাদ গ্রামের জাকির সিকদারের ছেলে।
স্বজনরা জানায়, পরিবারের হাল ধরতে তিন বছর আগে রাজধানী ঢাকার বেইলি রোডের কাচ্চি ভাইয়ের রেস্টুরেন্টে শ্রমিক হিসেবে কাজে যোগ দেন। তার উপার্জিত বেতন দিয়ে চলত গ্রামের বাড়ির সংসার। জিহাদের মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তার অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সরকারের সহযোগিতা কামনা করেছেন স্বজন ও এলাকাবাসী।
নিহত জিহাদের ছোট ভাই রিয়াদ জানায়, মাদারীপুরের কালকিনির সাহেববারপুর কবি নজরুল ইসলাম ডিগ্রি কলেজে মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণিতে পড়ালেখা করত জিহাদ। জিহাদের সংসারে মা-বাবা ও এক ভাই রয়েছে। বড় বোনের বিয়ে হওয়ায় সে থাকে তার স্বামীর বাড়িতে।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ জানান, জিহাদের মৃত্যুতে সমবেদনা জানানোর ভাষা নেই। তার পরিবার থেকে কোনো সহযোগিতা চাওয়া হলে সব সময় পাশে থাকবে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার রাতে রাজধানীর বেইলি রোডের একটি বহুতল ভবনে আগুনের ঘটনায় মারা যান ৪৬ জন। এ ছাড়া আহত হয় বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছে। এ দুর্ঘটনায় মারা যায় জিহাদ শিকদার।