× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলেজছাত্র হত্যায় সংঘর্ষ

৩০০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা, গ্রেপ্তার ১৪

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০১ মার্চ ২০২৪ ১৭:৫৯ পিএম

আপডেট : ০১ মার্চ ২০২৪ ১৮:৫৮ পিএম

পুলিশের মামলায় ১৪ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। প্রবা ফটো

পুলিশের মামলায় ১৪ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। প্রবা ফটো

হবিগঞ্জের নবীগঞ্জে সহপাঠীদের ছুরিকাঘাতে কলেজছাত্র রাইসুল হক তাহসিন মৃত্যুর জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ৩০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২৫০/৩০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ছাড়া সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ইনাতাবাদ গ্রামের নাসির মিয়া, একই গ্রামের আবু জাহেদ, ফজল মিয়া, ছুনু মিয়া, জুবেদ মিয়া, বিল্লাল মিয়া, রাজু মিয়া, মো. দিলদার, খালেদ মিয়া, সোলেমান, মইন উদ্দিন, মো. মাফিন উদ্দিন, তৌহিদ মিয়া ও অন্তর মিয়া।

জানা গেছে, বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা শহরে সহপাঠীদের হাতে কলেজছাত্র নিহতের ঘটনার সিসিটিভি ফুটেজ দেখা নিয়ে সংঘর্ষ শুরু হয়। ৬ নম্বর কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ ও নবীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনমনু গ্রামের মো. নানু মিয়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষ বাঁধে। দফায় দফায় সংঘর্ষ ও ইটপাটকেলের ঘটনায় রাজা কমপ্লেক্সসহ ২৫টি ব্যবসাপ্রতিষ্ঠান এবং যানবাহন ভাঙচুর করা হয়।

সংঘর্ষে নবীগঞ্জ থানা পুলিশের ওসি (তদন্ত) গোলাম মুর্শিদ, এসআই পরিমলসহ সাত জন পুলিশ সদস্য আহত হন। অপরদিকে সংঘর্ষে সাংবাদিকসহ দুই পক্ষের প্রায় অর্ধশত লোক আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪৫ রাউন্ড টিয়ার শেল ও ১৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী বলেন, ‘পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২৫০/৩০০ জনের বিরুদ্ধে মামলা করেছে। আসামি গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা