চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০১ মার্চ ২০২৪ ১৩:৫৬ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৪ ১৩:৫৯ পিএম
বাঁয়ে ওয়াসিকা আয়শা খান ও ডানে নজরুল ইসলাম চৌধুরী। ছবি কোলাজ : প্রবা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন ওয়াসিকা আয়শা খান এমপি ও নজরুল ইসলাম চৌধুরী এমপি। আজ শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় আরও কয়েকজন মন্ত্রীর সঙ্গে তারা শপথগ্রহণ করবেন।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রীপরিষদ সচিব মো. মাহবুব হোসেন ফোন করে তাদের শুক্রবার সন্ধ্যা ৭টায় শপথ গ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন।
বর্ধিত এ মন্ত্রিসভায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপিকে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এবং নজরুল ইসলাম চৌধুরী এমপিকে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
মন্ত্রীপরিষদ থেকে ফোন পাওয়ার কথা নিশ্চিত করেছেন ওয়াসিকা আয়শা খান। ওয়াসিকা সংরক্ষিত নারী আসন থেকে এমপি হয়েছেন। তিনি বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান কায়সারের কন্যা।
ওয়াসিকা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ার জন্য মন্ত্রী পরিষদ থেকে ফোন করা হয়েছে। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা।’
অন্যদিকে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসন থেকে তিনবারের নির্বাচিত এমপি নজরুল ইসলাম চৌধুরী বলেন, ‘শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য আমাকে মন্ত্রী পরিষদ থেকে ফোন করা হয়েছে। শপথ গ্রহণের জন্য আজ বিকাল ৩টার ফ্লাইটে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হব।’