× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চসিক মেয়র

ফুটপাথ দখলের অধিকার ওদের কে দিয়েছে?

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৩৬ পিএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৫৬ পিএম

চট্টগ্রামের কোর্ট বিল্ডিং শহীদ মিনার প্রাঙ্গণে নগরীর ৬৬ কিমি রাস্তায় এলইডি বাতি স্থাপনকাজের উদ্বোধন করেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী। প্রবা ফটো

চট্টগ্রামের কোর্ট বিল্ডিং শহীদ মিনার প্রাঙ্গণে নগরীর ৬৬ কিমি রাস্তায় এলইডি বাতি স্থাপনকাজের উদ্বোধন করেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী। প্রবা ফটো

জনগণের ফুটপাথ দখল করার অধিকার ওদের কে দিয়েছেএই প্রশ্ন ছুড়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে কোর্ট বিল্ডিং শহীদ মিনার প্রাঙ্গণে নগরীর ৬৬ কিমি রাস্তায় এলইডি বাতি স্থাপনকাজের উদ্বোধনকালে তিনি এ প্রশ্ন তোলেন।

মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘অবৈধভাবে ফুটপাথ দখলকারীদের জনস্বার্থে উচ্ছেদ করেছি। অবৈধভাবে রাস্তা দখলের জন্য চাপ তৈরি করতে একটি মহল আন্দোলনের হুমকি দিচ্ছে। কার আন্দোলন? কিসের আন্দোলন? যতই আন্দোলন করুক না কেন, আমি ফুটপাথে অবৈধভাবে বসতে দেব না।’

তিনি বলেন, ‘আমি পুরো নগরীতে আলোকায়নের উদ্যোগ গ্রহণ করেছি। প্রাথমিকভাবে আজ ৬৬ কিমি রাস্তায় এলইডি বাতি স্থাপনের কাজ শুরু হলো। পর্যায়ক্রমে পুরো নগরীকে আলোকায়ন করা হবে। এ ছাড়া আলোকায়নে গুরত্ব দেওয়া হচ্ছে নান্দনিকতায়ও। প্রজাপতি ও নৌকার আদলে বাতি দিয়ে শহরের রাতের সৌন্দর্যে ভিন্নমাত্রা যোগ করা হচ্ছে। কিছু কিছু এলাকায় তার চুরির কারণে নগরবাসী কষ্ট পাচ্ছে। চুরি ঠেকাতে নগরবাসীর সহযোগিতা চাই। নগরীর ঝুলন্ত তারের জঞ্জাল সরাব। লালখানবাজারে ইতোমধ্যে ঝুলন্ত তার মাটির নিচে নিয়ে গেছি। দেড় বছরের মধ্যে নগরীর সব তার মাটির নিচে নেওয়া আমাদের লক্ষ্য।’

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, কাউন্সিলর জহর লাল হাজারী, আবদুস সালাম মাসুম, নূর মোস্তফা টিনু, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, চসিকের বিদ্যুৎ উপবিভাগের প্রধান তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা