× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাউফলে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, ক্লিনিকে তালা

বাউফল (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৪৩ পিএম

ভুয়া চিকিৎসক মো. মহিউদ্দিনকে নিয়ে যাচ্ছে পুলিশ। প্রবা ফটো

ভুয়া চিকিৎসক মো. মহিউদ্দিনকে নিয়ে যাচ্ছে পুলিশ। প্রবা ফটো

পটুয়াখালীর বাউফলে এক ভুয়া চিকিৎসককে একমাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া স্বাস্থ্য বিভাগের অনুমোদন না থাকায় ওই ভুয়া ডাক্তারের মালিকানাধীন ফেয়ার মেডিকেল সার্ভিসেস ল্যাবটি বন্ধ করে দেওয়া হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বাউফল উপজেলার কালিশুরি বন্দরে পুলিশ ফাঁড়ি এলাকায় ফেয়ার মেডিকেল সার্ভিসেস ল্যাবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুণ্ড অভিযান পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. মহিউদ্দিন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক কুমার কুণ্ড প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, চিকিৎসক পরিচয় দেওয়া মহিউদ্দিন নামে ওই ব্যক্তি চিকিৎসা বিষয়ে কোনো লেখাপড়া করেনি। তিনি কোনো বৈধ চিকিৎসা সনদপত্র দেখাতে পারেনি। পল্লী চিকিৎসকও না তিনি। তারপরেও নিজেকে চিকিৎসক দাবি করে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। বৈধ সনদ ও অনুমোদন না থাকায় মেডিকেল ও ডেন্টাল আইনে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তার মালিকাধীন ডায়াগনষ্টিক সেন্টারের অনুমোদন না থাকায় সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, নিউ লাইফ কেয়ার নামে আরও একটি ডায়াগনষ্টিক সেন্টারের প্রয়োজনীয় বৈধকাগজপত্র না থাকায় ৫ হাজার টাকা অর্থদণ্ড ও প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা