× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যানের উদ্যোগে হাওরে আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ২২:৫৬ পিএম

হাওর এলাকার কৃষক ও জেলেদের জন্য বিশুদ্ধ পানি ও নিরাপত্তার স্বার্থে আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধন করেন অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান। প্রবা ফটো

হাওর এলাকার কৃষক ও জেলেদের জন্য বিশুদ্ধ পানি ও নিরাপত্তার স্বার্থে আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধন করেন অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান। প্রবা ফটো

কিশোরগঞ্জের অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর উদ্যোগে হাওর এলাকার কৃষক ও জেলেদের জন্য বিশুদ্ধ পানি ও তাদের নিরাপত্তার স্বার্থে আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) প্রকল্পের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।

তিনি বলেন, আমি দীর্ঘ সময় থেকে সাধারণ মানুষের সেবায় কাজ করে যাচ্ছি। এই ইউনিয়নের সকল স্তরের মানুষ তথা সাধারণ যেমন আমার পাশে আছে। আমিও ঠিক তেমনি তাদের পাশে আছি, থাকব এবং থাকতে চাই।

সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, হাওরের সাধারণ কৃষক ও জেলেদের নিরাপত্তা স্বার্থে আশ্রয়ণ কেন্দ্র প্রকল্পের জন্য বরাদ্দ ছিল পাঁচ লাখ টাকা। কিন্তু এই কাজ সঠিকভাবে শেষ করতে খরচ হয়েছে ৭ লাখ ২৩ হাজার টাকা। বরাদ্দকৃত অর্থের চেয়ে ২ লাখ ২৩ হাজার টাকা বেশি খরচ হয়েছে। এই ২ লাখ ২৩ হাজার টাকা আমার নিজস্ব তহবিল থেকে দিয়েছি। কারণ আমি জানি আমার হাওর এলাকার সাধারণ মানুষ ভালো থাকলে আমিও ভালো থাকব। কাজটা যেন সুন্দর আর মজবুত হয় সে ব্যাপারে অর্থ নিয়ে কোনো কৃপণতা করিনি। 

চেয়ারম্যান বলেন, এই প্রকল্পের মাধ্যমে হাওর এলাকায় বজ্রপাত ও নৌ দুর্ঘটনায় প্রাণহানি কমবে। আমি উপজেলা প্রশাসনের কাছে অনুরোধ করব হাওরে আরও কয়েকটি আশ্রায়ণ প্রকল্প স্থাপন করা হলে পুরো হাওর নিরাপত্তার আওতায় চলে আসবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা