× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেরপুরে অগ্নিকাণ্ডে প্রাণ গেল দাদি-নাতির

শেরপুর সংবাদদাতা

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৫২ পিএম

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৫৬ পিএম

অগ্নিকাণ্ডের খবরে ছুটে আসেন প্রতিবেশী ও স্বজনরা। প্রবা ফটো

অগ্নিকাণ্ডের খবরে ছুটে আসেন প্রতিবেশী ও স্বজনরা। প্রবা ফটো

শেরপুরে বসতবাড়িতে আগুন লেগে দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের পয়েস্তিরচর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় একটি বসতঘর ও একটি গোয়ালঘর পুড়ে যাওয়ার পাশাপাশি চারটি গরুও মারা গেছে।

নিহতরা হলেন, কামারেরচর ইউনিয়নের সাবেক মহিলা মেম্বার ও মো. আমান উল্লাহ মন্টুর স্ত্রী ফিরোজা বেগম এবং হাবিবুর রহমানের শিশু সন্তান শরিফ। তারা সম্পর্কে দাদি-নাতি।

স্থানীয়রা জানান, শেরপুর সদরের কামারেরচর ইউনিয়নের পয়েস্তিরচর গ্রামে মো. আমান উল্লাহ মন্টুর বাড়িতে মঙ্গলবার ভোরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় একটি গোয়ালঘরসহ দুটি ঘর ভস্মীভূত হয়। শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ৬ বছরের শিশু শরিফের মরদেহ উদ্ধার করে এবং আশঙ্কাজনক অবস্থায় শরিফের দাদি ফিরোজা বেগমকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ৪টি গরুও মারা যায়।

কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা তদন্ত করে জানানো হবে বলে জানান শেরপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক দেলোয়ার হোসেন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ দাফন করার জন্য অনুরোধ করেছেন। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা