× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আড়াইহাজারে আধিপত্য বিস্তারে সংঘর্ষ-ভাঙচুর, আহত ১০

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৪৮ পিএম

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৫২ পিএম

নারায়ণগঞ্জে আড়াইহাজারে খাগকান্দা ইউনিয়নের নারী ইউপি সদস্য আফরোজার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট। প্রবা ফটো

নারায়ণগঞ্জে আড়াইহাজারে খাগকান্দা ইউনিয়নের নারী ইউপি সদস্য আফরোজার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট। প্রবা ফটো

নারায়ণগঞ্জে আড়াইহাজারের খাগকান্দা ইউনিয়নের বাহেরচর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যাপক হামলা-ভাঙচুরের খবর পাওয়া গেছে। এতে দুজন টেঁটাবিদ্ধসহ ১০ জন আহত হয়েছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, বাহেরচর গ্রামে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতা শাহ আলম ও জুলহাস মেম্বারের সঙ্গে অপর আওয়ামী লীগ নেতা তোফাজ্জলের দ্বন্দ্ব চলে আসছিল। এর আগেও একাধিক বার হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে। তাদের নামে কয়েকটি মামলাও চলমান রয়েছে। এরই মধ্যে সোমবার রাতে শাহ আলম ও ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য জুলহাসের নেতৃত্বে শতাধিক অনুসারী দেশীয় অস্ত্র, দা, ছুরি, টেঁটা ও বল্লম নিয়ে তোফাজ্জলের বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা নারী ইউপি সদস্য আফরোজার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ সময় অন্তত ২০টি বাড়িতে ভাঙচুরের ঘটনায় আহত হয়েছে ১০ জন। 

ওসি বলেন, ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

আড়াইহাজার হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোশাররফ হোসেন বলেন, আখিনুর ও হিরা নামে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বাড়ি ফিরে গেছেন।

এদিকে হামলার শিকার আওয়ামী লীগ নেতা তোফাজ্জলের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তবে এ ঘটনার আরেক নারী ইউপি সদস্য আফরোজা বলেন, এই রকম হামলার ঘটনা নজিরবিহীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা