কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:১০ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:০৬ পিএম
প্রতীকী ছবি।
কক্সবাজারের টেকনাফ উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত নূর মোহাম্মদ নয়াপাড়া ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি জানান, ‘মঙ্গলবার সকালে ডি ব্লক সংলগ্ন পানির ট্যাংকির সামনে অজ্ঞাত সন্ত্রাসী নূর মোহাম্মদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন আইপিডি হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠায়। কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে মৃত্যু হয়।’
তিনি বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’