কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৩৫ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৪৯ পিএম
আদালত প্রাঙ্গণে পুলিশ হেফাজতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবদুল আউয়াল। প্রবা ফটো
কুমিল্লার তিতাসে হাজি নবী হোসেনকে গলা কেটে হত্যা মামলায় ভাতিজা আবদুল আউয়ালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।
দণ্ডিত আবদুল আউয়াল তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের কৈয়ারপাড় গ্রামের বাসিন্দা।
আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী মজিবুর রহমান বাহার প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এজাহার সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৯ জানুয়ারি একটি মামলায় আবদুল আউয়ালকে তিতাস থানা পুলিশ গ্রেপ্তার করলে তিনি সন্দেহ করেন চাচা নবী হোসেনই তাকে পুলিশ দিয়ে ধরিয়ে দেন। পরে আউয়াল জামিনে এসে ওই বছরের ২৪ মে বাজার থেকে বাড়ি ফেরার পথে নবী হোসেনকে কুপিয়ে ও গলা কেটে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নবী হোসেনের ছেলে রাসেল বাদী হয়ে আউয়ালসহ অজ্ঞাতপরিচয় দুজনকে আসামি করে তিতাস থানায় হত্যা মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা শহিদুল ইসলাম আসামি আউয়ালের বিরুদ্ধে ২০২০ সালের ১৫ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন। ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে মৃত্যুদণ্ড দেন আদালত।