রাঙামাটি প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৩০ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৫৫ পিএম
মঙ্গলবার সকালে রাঙামাটি জেলা শহরের রিজার্ভমুখ এলাকার হেদায়েতুল ইসলাম ও মো. সেন্টু মিয়ার বসতঘরে আগুন লেগেছে। আগুনে ঘর দুটির অধিকাংশ পুড়ে গেছে। প্রবা ফটো
রাঙামাটি জেলা শহরের রিজার্ভমুখ এলাকায় আগুনে দুটি বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়।
রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুড়ে যাওয়া দুই বসতঘরের মালিক মো. হেদায়েতুল ইসলাম বাচ্চু ও মো. সেন্টু মিয়া।
এলাকাবাসী জানায়, সকাল সাড়ে ৯টার দিকে মো. হেদায়েতুল ইসলাম বাচ্চুর বাসা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসকে ফোন করা হলে, ফায়ার সার্ভিস এসে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মো. হেদায়েতুল ইসলাম বাচ্চু বলেন, ‘ঘরে আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা বলতে পারছি না। আমার ছোট মেয়ের এসএসসি পরীক্ষা। তার মা তাকে নিয়ে পরীক্ষাকেন্দ্রে গেছে। বাসায় কেউ না থাকায় সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই বের করা যায়নি।’
ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে প্রায় ১০-১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে দুটি ঘরের অধিকাংশ আগুনে পুড়ে যায়। তাৎক্ষণিক ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। কীভাবে আগুন লেগেছে তার কারণও জানা যায়নি।’