× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্গাপুরে সিপিবি'র উপজেলা কমিটি গঠন

সভাপতি আলকাছ ও সম্পাদক রুপন কুমার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিবেদক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:৩২ পিএম

সভাপতি আলকাছ ও সম্পাদক রুপন কুমার

নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) উপজেলা কমিটির দুই দিনব্যাপী ২১তম সম্মেলন শেষ হয়েছে।

দ্বিতীয় দিনের অধিবেশনে রবিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সর্বসম্মতিক্রমে সভাপতি পদে কমরেড আলকাছ উদ্দিন মীর ও সাধারণ সম্পাদক কমরেড রুপন কুমার সরকার এবং কমরেড মোরশেদ আলমকে সহ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়। 

এ কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। এর আগে শনিবার দুপুরে কমরেড মনি সিংহ স্মৃতি জাদুঘর চত্বরে এ সম্মেলনের উদ্বোধন করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ। 

পরে একটি লাল পতাকা মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। 

মিছিল শেষে টংক শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য কমেরড ডা. দিবালোক সিংহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সিপিবির সভাপতি কমরেড নলিনী কান্ত সরকার।

বক্তারা, দুর্গাপুর উপজেলায় সোমেশ্বরী ও ডেওটুকোন ব্রীজ দ্রুত নির্মাণ, বাহপাস রাস্তা, নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম কমানো, দুর্গাপুর ও কলমাকান্দায় রেললাইন সম্প্রসারণ, জারিয়া-ঢাকা আন্তনগর ট্রেন চালু, শ্রমজীবী গ্রামীণ মজুরদের সারাবছর কাজ, কৃষি উপকরণের দাম কমানো, বেকার যুবকদের কর্মসংস্থান সহ বিভিন্ন দাবী বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা