× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিয়ানমার সংঘাত

টেকনাফে থেমে থেমে ৫ ঘণ্টা গোলার শব্দ

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:০০ পিএম

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৩৪ পিএম

কক্সবাজারের টেকনাফ সীমান্তের নাফ নদের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে ফের গোলাগুলি ও মর্টার শেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ফাইল ফটো

কক্সবাজারের টেকনাফ সীমান্তের নাফ নদের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে ফের গোলাগুলি ও মর্টার শেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ফাইল ফটো

কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্ত এলাকায় নাফ নদের ওপারে মিয়ানমার থেকে ফের বিকট বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা গেছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত থেমে থেমে মর্টার শেল ও গোলাগুলির শব্দ শুনেছেন হোয়াইক্যং উনচিপ্রাং সীমান্তের মানুষ। এ সময় মিয়ানমারের অভ্যন্তরের আগুনের কালো ধোঁয়াও দেখেছেন তারা।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ আনোয়ারী বলেন, ‘শুনেছি এই সীমান্তের ওপারে মিয়ানমারের কুমিরখালী এলাকায় এখন সংঘর্ষ হচ্ছে। আগুনের ধোঁয়াও দেখা গেছে। থেমে থেমে কয়েক ঘণ্টা গোলাগুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েছেন সীমান্তের বাসিন্দারা।’

এর আগে রবিবার রাত ১২টা থেকে ভোর পর্যন্ত থেমে থেমে হোয়াইক্যং, হ্নীলা ও টেকনাফ সীমান্তে গোলাগুলি ও বিকট শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, ‘বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ কিছু সময় বন্ধ থাকে। পরিস্থিতি বিবেচনায় বিজিবি, কোস্ট গার্ড ও পুলিশের টহল বাড়ানো হয়েছে। সীমান্তে বসবাসরত মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা