× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানিকগঞ্জে ২১ বছর পর ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:২১ পিএম

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:২৮ পিএম

আবুল মিয়া ওরফে রাজিবকে রবিবার রাতে উপজেলার ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাপ। প্রবা ফটো

আবুল মিয়া ওরফে রাজিবকে রবিবার রাতে উপজেলার ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাপ। প্রবা ফটো

মানিকগঞ্জের সিংগাইরে চাঞ্চল্যকর একটি সংঘবদ্ধ ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন আসামিকে ২১ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আসামি আবুল মিয়া ওরফে রাজীব। তার বয়স আনুমানিক ৪৫ বছর। তিনি সিংগাইর উপজেলার ধল্লা উত্তর পাড়া গ্রামের গেদা ফকিরের ছেলে। 

জানা যায়, সিংগাইর উপজেলার ধল্লা চর উলাইল গ্রামের ভুক্তভোগী এক নারী ঢাকা জেলার হেমায়েতপুরে একটি গার্মেন্টেসে চাকরি করতেন। আসা যাওয়ার পথে আবুল তাকে কুপ্রস্তাব দিত। কুপ্রস্তাবে সাড়া না দিলে আবুল তার ওপর ক্ষিপ্ত হন। 

এ পরিস্থিতিতে ২০০৩ সালের ২৭ মে গার্মেন্টেস থেকে বাড়ি আসার পথে ধল্লা বাজারে পৌঁছলে আবুল মিয়া, মানিক, খালেক ও কালাম তার মুখ ও গলা চেপে ধরে জোরপূর্বক অপহরণ করে  গাজিন্ধার চকে নিয়ে ধর্ষণ করে। ধর্ষকদের বয়স ২৫ থেকে ৫০ এর মধ্যে। 

ধর্ষকরা ভুক্তভোগীকে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. ভোলা বাদী হয়ে মানিকগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি ধর্ষণ মামলা করেন। 

মামলার তদন্ত কর্মকর্তা, আবুল ও মানিকের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে ২০১৭ সালের ১৪ মে আবুলকে ১৪ বছর ও মানিককে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। 

গ্রেপ্তার এড়াতে পলাতক থাকায় আদালত আবুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আবুল ছদ্মনাম রাজিব ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে দিনমজুর ও সবজি বিক্রি করত বলে জানা যায়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা