পার্বতীপুর (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ২২:২৩ পিএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ২২:২৪ পিএম
পার্বতীপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র। প্রবা ফটো
দিনাজপুরে পার্বতীপুর উপজেলায় এসএসসি পরীক্ষা দিতে গিয়ে সন্তানের জন্ম দিয়েছেন পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেওয়া এক শিক্ষার্থী। রবিবার (২৫ ফেব্রুয়ারি) পার্বতীপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।
পার্বতীপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব নুর আমিন সরকার ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এসএসসি পরীক্ষার শুরু থেকেই ওই পরীক্ষার্থী নির্বিঘ্নে পরীক্ষা দিয়ে আসছিল। গণিত পরীক্ষা দিতে এদিনও যথারীতি পরীক্ষা কেন্দ্রে আসে সে। বেলা সোয়া ১১টার দিকে কেন্দ্রের ১৩ নম্বর কক্ষে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। কেন্দ্রের মেডিকেল টিম তাকে প্রাথমিক চিকিৎসা দেয় ও পরে তাকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করানো হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বিকাল তিনটায় একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ওই পরীক্ষার্থী।