নাটোর প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:০৩ পিএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:১২ পিএম
নাটোর আদালত থেকে দণ্ডিত হাফিজুল ইসলামকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে । প্রবা ফটো
নাটোরের নলডাঙ্গায় অপহরণ ও ধর্ষণ মামলার দুটি ধারায় হাফিজুল ইসলাম নামের এক ব্যক্তিকে ৬০ বছরের কারাদণ্ড ও ৪০ হাজার টাকার অর্থদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় এ রায় ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম।
দণ্ডিত হাফিজুল ইসলাম নলডাঙ্গা উপজেলার বাঙ্গালখলসী গ্রামের বাসিন্দা।
মামলার সরকারি পক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
সিরাজুল ইসলাম বলেন, ‘২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর হাফিজুল ইসলাম একই গ্রামের সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে রাত সাড়ে ৮টার দিকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর সেখানে নিয়ে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে ধর্ষণ করে। ভুক্তভোগীর বাবা ওইদিন অনেক খোঁজাখুঁজি করার পর না পেয়ে পরের দিন নিজে বাদি হয়ে হাফিজুলসহ তিনজনের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর ওই বছরের ১৯ সেপ্টেম্বর পুলিশ যশোর থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে প্রধান আসামিকে গ্রেপ্তার করে। তদন্ত শেষে মামলায় পুলিশ হাফিজুল ইসলামকে একমাত্র আসামি করে চার্জশিট দেয়। মামলার সাক্ষ্য গ্রহণ শেষে সাড়ে চার বছর পর আদালত আসামির উপস্থিতিতে দুটি ধারায় ৬০ বছর কারাদণ্ড এবং ৪০ হাজার টাকা জরিমানা করেন। আদালত আদায়কৃত জরিমানার টাকা ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ প্রদান করেছেন।’