রাঙামাটি প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৪৫ এএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ১২:১৬ পিএম
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্যকে গুলি করে হত্যার খবর পাওয়া গেছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বোধিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহম্মেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমরাও ঘটনার খবর পেয়েছি। গতকাল রাতে আমরা গিয়েছিলাম, কোনো কিছু পাইনি। আজ আবার আমরা চেষ্টা করতেছি।’
নিহত ৩৫ বছরের নিপুন চাকমা বঙ্গলতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বালুখালী গ্রামের কমলা কান্তি চাকমার ছেলে।
স্থানীয়রা জানান, বঙ্গলতলী ইউনিয়নের বোধিপুর এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দিতে সেখানে গিয়েছিলেন নিপুন চাকমা। রাত ১০টার দিকে মোটরসাইকেলে করে এসে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বঙ্গলতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জ্ঞান জ্যোতি চাকমা বলেন, ‘বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গতকাল রাতে কনসার্টের অনুষ্ঠান চলার সময় রাত আনুমানিক ১০টার দিকে একজনকে গুলি করে মারা হয়েছে।’
নিপুন চাকমাকে নিজেদের কর্মী দাবি করে ইউপিডিএফের বঙ্গলতলী এলাকার সমন্বয়ক আর্জেন্ট চাকমা বলেন, ‘বোধিপুর এলাকায় অনুষ্ঠান চলছিল। সেখানে ইউপিডিএফের বেশ কয়েকজন সদস্য দাঁড়িয়ে কথা বলার সময় সন্ত্রাসীরা অতর্কিত ব্রাশ ফায়ার করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিপুন চাকমা মারা যায়।’
এদিকে এ ঘটনার জন্য জেএসএস-এমএন লারমাকে দায়ী করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি। একই সঙ্গে জড়িতদের বিচার চেয়েছেন।
তবে ঘটনাটিকে ইউপিডিএফের অভ্যন্তরীণ কোন্দল দাবি করে অভিযোগ অস্বীকার করেছেন জেএসএস-এমএন লারমার বাঘাইছড়ি উপজেলা সভাপতি জ্ঞানজীব চাকমা।