× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরাইলে হাতেনাতে আটক ৪ ট্রান্সমিটার চোর

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ০০:০৫ এএম

গ্রেপ্তার ট্রান্সমিটার চোর চক্রের চার সদস্য। প্রবা ফটো

গ্রেপ্তার ট্রান্সমিটার চোর চক্রের চার সদস্য। প্রবা ফটো

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হাতেনাতে ধরা পড়েছে ট্রান্সমিটার চোর চক্রের ৪ সদস্য। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার ইসলামাবাদ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে জনতা আটক করে তাদের। পরে উত্তমমাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৫২ কেজি ওজনের ১১ বান্ডিল কয়েল, ৩৮ কেজি ওজনের ৪ টি লোহার অ্যাঙ্গেলসহ চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়ে। 

আটকরা হলো নাসিরনগরের গুজিয়াখাই এলাকার ছাদেক মিয়া, সরাইলের ধামাউরা এলাকার মো. শিপন মিয়া. অরুয়াইলের হারিছ মিয়া ও নিজসরাইলের মো. তারেক।

বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম। তিনি বলেন, চোর চক্রের চার সদস্য থানায় রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।’

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে তিনি জানান, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সেচ প্রকল্পের ও ইসলামাবাদ গ্রামের একাংশের পিডিবির গ্রাহকদের জন্য একটি ট্রান্সমিটার বসানো হয়েছে। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে মহাসড়কের পাশে একটি পিকআপ ভ্যান নিয়ে ওই ট্রান্সমিটারটি খুলতে শুরু করে কয়েকজন। ভেতরের কয়েলে ব্যবহৃত তামার তার বের করার সময় টের পেয়ে যায় স্থানীয় কয়েকজন। পরে চারজনকে আটক করে উত্তমমধ্যম দিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখে। এ সময় চক্রের অন্য সদস্যরা পিকআপ ভ্যান নিয়ে দ্রুত সটকে পড়ে। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

সরাইল পিডিবির উপসহকারী প্রকৌশলী সুমন হোসেন সর্দার বলেন, ‘এর আগেও সরাইলে কয়েকটি ট্রান্সমিটার চুরি হয়েছে।একটি ট্রান্সমিটার ৫-৬ লাখ টাকায় কিনতে হয়। সামান্য লাভের জন্য ট্রান্সমিটার চুরি হওয়ায় গ্রাহক ভোগান্তি হয়।’ 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা