নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৫৮ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:০০ পিএম
দগ্ধদের মধ্যে দুইজন নোয়াখালী জেনারেল হাসপাতালে ও সাতজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক। প্রবা ফটো
নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গা আশ্রয়কেন্দ্রে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ নয়জন দগ্ধ হয়েছেন। তাদের দুইজন নোয়াখালী জেনারেল হাসপাতালে ও সাতজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। দগ্ধদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের রোহিঙ্গা ক্যাম্পের ৮১ নম্বর ক্লাস্টারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মোবাশের, আমেনা খাতুন, বসিরউল্যা, সফি আলম ও শিশু রবিউল, সোহেল, রাসেল, জোবায়দা, রশমিদা।
স্থানীয়দের বরাতে ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৮১ নম্বর ক্লাস্টারে আব্দুর শুকুরের ঘরে গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার পরপরই রোহিঙ্গারা আগুন নিভিয়ে ফেলেন। খবর পেয়ে দগ্ধদের উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দুপুরের দিকে সেখান থেকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে সাতজনকে আবার পাঠানো হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে।
জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার বলেন, দগ্ধদের মধ্যে একটি শিশুর অবস্থা বেশি খারাপ। হাসপাতালে তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. হাসিনা জাহান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘নয়জন রোহিঙ্গাকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আমরা নয়জনের মধ্যে সাতজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। বাকি দুইজন আমাদের হাসপাতালে চিকিৎসাধীন।’