কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ১২:০৪ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৩৫ পিএম
প্রতীকী ছবি
কুমিল্লা সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের নেউরা এলাকায় শাহ আলম নামের এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৬টায় নগরীর নেউরা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
শাহ আলম নগরীর ঢুলিপাড়া ও ইপিজেড পকেটগেট এলাকার দুটি গ্যারেজের মালিক ছিলেন। নিহত শাহ আলম দক্ষিণ চর্থা থিরা পুকুরপাড় এলাকার বাসিন্দা ছিলেন।
কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘নিহতের শরীরে কোপের চিহ্ন আছে। আমরা বিষয়টি তদন্ত করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
শাহ আলমের বড় ভাই জসিম উদ্দিন বলেন, ‘শাহ আলম ১০ থেকে ১২ বছর আগে দক্ষিণ চর্থা থেকে নেউরা এলাকায় নতুন বাড়ি করে সেখানে থাকে। তার গাড়ির ব্যবসা ছিল। পরে গ্যারেজ ব্যবসায় আসে। ঢুলিপাড়া ও পকেটগেট এলাকায় সে গ্যারেজের ব্যবসা করত। মাঝেমাঝে রাতে গ্যারেজে থেকে যেত। কাল রাতে গ্যারেজে ছিল। হয়তো ভোর রাতের দিকে বাড়ি ফিরছিল। এ সময় তাকে কুপিয়ে হত্যা করা হয়। আমরা খবর পাই ভোর সাড়ে ৫টার দিকে। তার মাথায় কোপের দাগ আছে। পাশে তার মোটরসাইকেল পড়ে ছিল।’