গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ১০:২৪ এএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ১০:৪০ এএম
ট্রাকের ধাক্কায় গার্মেন্টস শ্রমিক নিহতের খবর শুনে অন্য শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে। প্রবা ফটো
গাজীপুর মহানগরে সিটি করপোরেশনের ট্রাকচাপায় নারী গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। এতে উত্তেজিত শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। গাড়ি চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে মানুষ।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে মহানগরের কুনিয়া তারগাছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারী শ্রমিকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার মৃতদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি স্থানীয় একটি কারখানায় কাজ করতেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মুহাম্মদ কামাল হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে রাস্তা পার হওয়ার সময় সিটি করপোরেশনের ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে একজন নারী নিহত হয়েছেন। এতে উত্তেজিত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে। তারা বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কুনিয়া তারগাছ এলাকায় রাস্তা পারাপারের সময় একজন গার্মেন্টস কর্মী সিটি করপোরেশনের গাড়ির সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। পরে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছে। যানবাহন চলাচল বন্ধ রয়েছে।