× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরাজগঞ্জ জেলা পরিষদ উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:০২ পিএম

শুক্রবার সিরাজগঞ্জ জেলা পরিষদ উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রবা ফটো

শুক্রবার সিরাজগঞ্জ জেলা পরিষদ উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রবা ফটো

সিরাজগঞ্জ জেলা পরিষদ উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে জেলা নির্বাচন অফিস কার্যালয়ের হলরুমে ৬ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম এ  প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।

এ নির্বাচনে ঘোড়া প্রতীকে জেলা আওয়ামীলীগের সদস্য ও মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মোকবুল হোসেন মকুল, জিপগাড়ী প্রতীকে সিরাজগঞ্জ ২ আসনের সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর স্বামী শামীম তালুকদার, মোটরসাইকেল প্রতীকে পিপি অ্যাডভোকেট আব্দুর রহমান, হেলিকপ্টার প্রতীকে সাকওয়াত আলী সেলিম, আনারস প্রতীকে রেফাজ উদ্দিন ও চশমা প্রতীকে আব্দুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

প্রতীক বরাদ্দের আগে প্রার্থীদের মাঝে নির্বাচনী আচরণবিধি উল্লেখ করেন জেলা নির্বাচন কর্মকর্তা । মোট ৯ উপজেলা, ১১ থানা ও  ৯৩ ইউনিয়ন পরিষদের ১১৯৬ জন জনপ্রতিনিধিরা এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন।  ৯টি ভোটকেন্দ্র আগামী ৯ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।  

উল্লেখ্য, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। এ কারণে জেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা