× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ময়মনসিংহে প্রতীক পেয়ে প্রচারণায় প্রার্থীরা

ময়মনসিংহ সংবাদদাতা

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ২২:৪৪ পিএম

ময়মনসিংহ সিটি করপোরেশন ভোটে প্রার্থীরা প্রতীক পেয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামে মেয়র, সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা। প্রবা ফটো

ময়মনসিংহ সিটি করপোরেশন ভোটে প্রার্থীরা প্রতীক পেয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামে মেয়র, সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা। প্রবা ফটো

ময়মনসিংহ সিটি করপোরেশন ভোটে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে প্রতীক পেয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামে মেয়র, সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা। প্রচারের শুরুতেই তারা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে ভোটাররা বলছেন, কোনো আশ্বাসে নয়, যোগ্য প্রার্থী দেখেই ভোট দেবেন তারা।

শুক্রবার সকালে ময়মনসিংহ নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ শুরু হয়। প্রতীক বরাদ্দ দেন ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী। মেয়র পদে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম স্বপন মণ্ডল পেয়েছেন দলীয় প্রতীক লাঙ্গল। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সদ্য পদত্যাগ করা সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু পেয়েছেন ঘড়ি, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম পেয়েছেন ঘোড়া, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাদেকুল হক খান মিল্কী টজু পেয়েছেন হাতি এবং কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য কৃষিবিদ ড. রেজাউল হক হরিণ প্রতীক পেয়েছেন।

মেয়র পদের প্রতীক বরাদ্দের পর ৩৩টি ওয়ার্ডের সাধারণ এবং সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক পেয়ে মেয়র প্রার্থীদের পাশাপাশি প্রচারণায় নামেন সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা।

মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু প্রতিদিনের বাংলাদেশকে বলেন, উন্নয়নের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে নগরবাসী আবারও ঘড়ি প্রতীকে আস্থা রাখবে। সাধারণ মানুষের সমর্থন পেলে চলমান উন্নয়ন কাজ ভালোভাবে সম্পন্ন করা যাবে। জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম পেয়েছেন পছন্দের ঘোড়া প্রতীক। তিনি বলেন, বিগত সময়ে প্রত্যাশা অনুযায়ী নগরবাসীর ভাগ্যের পরিবর্তন ঘটেনি। মানুষকে সুন্দর স্মার্ট শহর উপহার দিতেই আমার প্রার্থী হওয়া। আমার পক্ষে সাধারণ মানুষের বেশ সাড়া রয়েছে।

আরেক প্রার্থী শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাদেক খান মিল্কী টজু বলেন, নগরের মানুষ আকাশ দেখতে চায়, পরিচ্ছন্ন নগরীতে বসবাস করতে চায়, যানজট সমস্যার নিরসন সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি। তাদের এই দাবিগুলো পূরণ করতে আমি মেয়র প্রার্থী হয়েছি। পছন্দের প্রতীক হাতি মার্কা পেয়েছি।

নির্বাচনে মেয়র পদে পাঁচজন, সাধারণ কাউন্সিলর পদে ১৪৯ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে লড়ছেন ৬৯ প্রার্থী। আগামী ৯ মার্চ ইভিএমের মাধ্যমে ভোট হবে। ময়মনসিংহ সিটিতে ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৩ হাজার ৮৭২ জন, নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৬১৫ জন এবং হিজড়া ভোটার রয়েছে নয় জন।

ভোটের মাঠ সম্পর্কে রিটার্নিং অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করছে কি না তা কঠোরভাবে মনিটর করছে নির্বাচন কমিশন। প্রতীক বরাদ্দের সময় সবাইকে আচরণবিধি মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। কেউ আইন ভঙ্গ করলে ছাড় দেওয়া হবে না।

বিনা ভোটে কাউন্সিলর হলেন ফরহাদ আলম

সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ফরহাদ আলম। এই ওয়ার্ডে সাধারণ কাউন্সিল পদে দুইজন মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাইয়ে ইকবাল হোসেনের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। তিনি আপিল না করায় ফরহাদ আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হন। মনোনয়নপত্রে ত্রুটি থাকার কথা বলা হলেও এখনও জানা যায়নি কী সেই ত্রুটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা