× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার : সালমান এফ রহমান

রাজশাহী অফিস

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ২২:০৭ পিএম

শুক্রবার রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান। প্রবা ফটো

শুক্রবার রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান। প্রবা ফটো

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

তিনি বলেছেন, শিগগিরই দেশের সব ডিসি-এসপিদের ঢাকায় ডেকে এ বিষয়ে করণীয় সংক্রান্ত নির্দেশনা দেওয়া হবে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাজশাহীতে একদিনের সফরে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় সালমান এফ রহমান আশ্বস্থ করে বলেন, ‘এই রমজানেও আমরা ভালোভাবেই কাটাব। দ্রব্যমূল্য নিয়ে কোনো সমস্যা হবে না।’

দেশে ডলারের সংকট নেই উল্লেখ করে তিনি বলেন, ‘কিছু দিন আগে দেশে ডলার পাওয়াই যাচ্ছিল না। এখন পাওয়া যায়, তবে দর একটু বেশি। বাংলাদেশ ব্যাংকের গভর্ণর যেসব পদক্ষেপ নিয়েছেন তাতে আশা করি ডলারের দর একটা জাগায় এসে সেট হয়ে যাবে।’

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা আরও বলেন, ‘পণ্যের মূল্য নির্ভর করে সরবরাহ ও চাহিদার ওপর। অসাধু ব্যবসায়ীরা যে কাজটা করছে তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গতকাল (বৃহস্পতিবার) সংসদ ভবনে খাদ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। দেশের সসব ডিসি ও এসপিদের ঢাকায় ডাকা হচ্ছে। তাদের নির্দেশ দেওয়া হবে কীভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

রাজশাহীতে শিল্পায়নের চাইতে কৃষি খাতের উন্নয়নের ওপর জোর দিয়ে সালমান এফ রহমান বলেন, ‘সব জায়াগায় যে শিল্প কলকারখানা করে কর্মসংস্থান করতে হবে এমন না। প্রধানমন্ত্রী কৃষি খাতের ওপর জোর দিচ্ছেন। দেশে এগ্রো প্রসেসিং একটি সম্ভাবনার জায়গা। মাছ, আম, লিচু নিয়ে এখানে অনেক কাজ করা যেতে পারে। রাজশাহীতে অবস্থিত বিমানবন্দরের উন্নয়নের পাশাপাশি এখানে কারগো চলাচলের বিষয়েও কাজ করা হচ্ছে।’

তিনি বলেন, ‘দেশের সব বিসিকেই সমস্যা রয়েছে। সব জেলার এমপিরাই অভিযোগ করেন। বিসিকের পুরো পরিকল্পনাই পুনর্গঠন করতে হবে। সেটার জন্য আলাদা একটা পরিকল্পনা করতে হবে।’

এর আগে সকালে রাজশাহী সফরে শাহ মখদুম বিমানবন্দরে এসে পৌছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা