× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পায়ুপথে স্বর্ণ বহন, পেট্রাপোল চেকপোস্টে ৩ বাংলাদেশি আটক

বেনাপোল প্রতিবেদক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৩৪ পিএম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৫৪ পিএম

পেট্রাপোল চেকপোস্ট। ছবি : সংগৃহীত

পেট্রাপোল চেকপোস্ট। ছবি : সংগৃহীত

বেনাপোল চেকপোস্টের বিপরীতে ভারতের পেট্রাপোল চেকপোস্টে ১০টি স্বর্ণের বারসহ ৩ বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভারতের ১৪৫ ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বিএসএফ তাদের আটক করেছে বলে জানান বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি কামরুজ্জামান।

বেনাপোল চেকপোস্ট বিজিবির আইসিপি ক্যাম্পের কামান্ডার মিজানুর রহমান বলেন, ‘পেট্রাপোল সীমান্তে স্বর্ণসহ ৩ জন আটকের বিষয়টি আমরাও শুনেছি।’

আটক ব্যক্তিরা হলেন, শরীয়তপুরের চিকান্দী উপজেলার বিনোদপুর গ্রামের রাজ্জাক মুন্সীর ছেলে আবু বক্কর মুন্সী, ঢাকার ওয়াদালোদী তুরাগ এলাকার রুস্তম শেখের মেয়ে পারভীন আক্তার ও মানিকগঞ্জের সদর এলাকার তারা গ্রামের পিয়ার আলীর ছেলে সাইফুল ইসলাম।

পেট্রাপাল সিএন্ড এফ এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী কার্তিক চক্রবর্তী বলেন, ‘বাংলাদেশি ৩ পাসপোর্টধারী যাত্রী বাংলাদেশ কাস্টমস পার হওয়ার পর পেট্রাপোল চেকপোস্ট পার হয়ে বাসে ওঠার সময় বিএসএফ তাদের সন্দেহজনকভাবে আটক করে। পরে তাদের ব্যাগ ও শরীর তল্লাশি করে মেশিনের মাধ্যমে তাদের পেটের ভেতর স্বর্ণের অস্তিত্ব পায়। পরে তাদের পায়ুপথে ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার বাজার মূল্য ৬৫ লাখ রুপি। আটক ব্যক্তিরা তাদের পায়ুপথে স্বর্ণের চালানটি বহন করছিল। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে ভারতের বনগাঁ থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।’

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি আড়াই কেজি ওজনের ২২টি স্বর্ণের বারসহ আমদানি পণ্যবাহী ভারতীয় ট্রাকচালক রাজু দাস ও সঞ্জীব দাসকে আটক করে বিএসএফ। গত ১৬ ফেব্রুয়ারি ৮৫০ গ্রাম ওজনের স্বর্ণের বারসহ আবু বক্কর হানিফা ও জিয়া উদ্দীন নামে দুই ভারতীয় পাসপোর্টধারীকে আটক করে বিএসএফ। গত ১৩ ফেব্রুয়ারি নাজরীন নাহার নামে এক বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীর পায়ুপথ থেকে ৪ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।

ভারতের ২৪ পরগণা সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের পাবলিক রিলেশন অফিসার ডিআইজি শ্রী এ কে আর্য বলেন, ‘পেট্রাপোল সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর নজরদারি করা হচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা