× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাড়ি করবেন ইউপি সদস্য, তাই রাস্তা ছাড়াই কালভার্ট

হাসান মাহমুদ শাকিল, লক্ষ্মীপুর

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:৪৫ এএম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১১:১০ এএম

লক্ষ্মীপুর মান্দারী ইউনিয়নের রতনপুর এলাকায় রাস্তা ছাড়াই সরকারি বরাদ্দের খালের ওপর একটি কালভার্ট নিমার্ণ করেছেন সদর উপজেলার মান্দারী ইউনিয়ন পরিষদের সদস্য মাহবুবুর রহমান রাজু । সেখানে বাড়ি করবেন বলেই কালভার্টটি করিয়েছেন তিনি। প্রবা ফটো

লক্ষ্মীপুর মান্দারী ইউনিয়নের রতনপুর এলাকায় রাস্তা ছাড়াই সরকারি বরাদ্দের খালের ওপর একটি কালভার্ট নিমার্ণ করেছেন সদর উপজেলার মান্দারী ইউনিয়ন পরিষদের সদস্য মাহবুবুর রহমান রাজু । সেখানে বাড়ি করবেন বলেই কালভার্টটি করিয়েছেন তিনি। প্রবা ফটো

লক্ষ্মীপুরে বিপরীত পাশে রাস্তা ছাড়াই সরকারি বরাদ্দের খালের ওপর একটি কালভার্ট নির্মাণ করা হয়েছে। জনস্বার্থে কালভার্টের বরাদ্দ হলেও ঘটনা ঘটছে বিপরীত। সদর উপজেলার মান্দারী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মাহবুবুর রহমান রাজু সেখানে বাড়ি করবেন বলেই কালভার্টটি করিয়েছেন। কাজের আগেই বিল পেয়ে যাওয়ায় কেউ কোনো সমস্যা করতে পারবে না বলেও দাবি করেন রাজু।

সরেজমিন মান্দারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রতনপুর এলাকায় গিয়ে রাস্তা ছাড়াই খালি স্থানে করা কালভার্টটি দেখা গেছে। কালভার্টের একপাশে মান্দারী-দত্তপাড়া সড়ক থাকলেও অন্য পাশে বিশাল ধানক্ষেত। তাই এ কালভার্ট জনস্বার্থে ব্যবহারের কোনো সুযোগ নেই। তবে কালভার্টের বিপরীত পাশের খালি জমিতে বাড়ি করার উদ্দেশ্যে সীমানা দিয়ে রেখেছেন ইউপি সদস্য রাজু।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় তিন বাসিন্দা জানায়, ইউপি সদস্য রাজুর এলাকা রতনপুর গ্রামের অনেক স্থানে বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে জনসাধারণকে। কিন্তু তার সেদিকে খেয়াল নেই। ঘটনাস্থলে খালের নালার পাশে নিজের জমি রয়েছে। সেখানে তিনি বাড়ি করবেন। এজন্যই রাজু সরকারি বরাদ্দের টাকায় একটি কালভার্ট নির্মাণ করেছেন। জনসাধারণ কখনোই এ কালভার্ট ব্যবহার করতে পারবে না। ব্যক্তিগত স্বার্থেই রাজু কালভার্টটি করিয়েছেন।

সংশ্লিষ্ট কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর জেলা প্রশাসকের বরাবর লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামালের বরাদ্দে উন্নয়নমূলক কাজের চিঠি ইস্যু করা হয়। এটি ২০২৩-২৪ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় ১ম কিস্তির প্রকল্প ছিল। ২০২৩ সালের ৩ আগস্ট দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক স্মারক প্রদান করা হয়। ওই তালিকার ২৯ নম্বরে মান্দারী স্কুল রোড হারুনের বাড়ির পাশে কালভার্ট নির্মাণে ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ওই চিঠিতে ১৪ সেপ্টেম্বর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশারফ হোসেন স্বাক্ষর করেন।

এ বিষয়ে অভিযুক্ত মান্দারী ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য মাহবুবুর রহমান রাজু বলেন, ‘আমি তো কাজ করেছি। অনেকে কাজ না করেই বিল উত্তোলন করে নিয়ে যান। তাদের নিয়ে কোনো সংবাদ হয় না। এখন আমারটা নিয়ে মাতামাতি কেন।’

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলা কার্যালয়ের সামনে ক্ষিপ্ত হয়ে জনসম্মুখে ইউপি সদস্য রাজু বলেন, ‘কাজের আগেই আমি বিল পেয়ে গেছি। পিআইও আমাকে বিল দিয়ে দিয়েছেন। নিউজ করে কোনো লাভ নেই।’

এ বিষয়ে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, আমরা চেষ্টা করেছি কালভার্টটির প্রকল্প পরিবর্তন করার জন্য। কিন্তু বরাদ্দটি সাবেক সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামালের ছিল। উনি মারা গেছেন। তার স্বাক্ষর ছাড়া পরিবর্তনের সুযোগ নেই। আর কাজ না করে বিল নেওয়ারও সুযোগ নেই।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা