× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লা সিটি নির্বাচন

এমপি বাহার ও তার মেয়ের বিরুদ্ধে মেয়র প্রার্থীর অভিযোগ

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪ ২১:২১ পিএম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৪৪ পিএম

সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থী মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর-উর রহমান মাহমুদ তানিম। প্রবা ফটো

সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থী মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর-উর রহমান মাহমুদ তানিম। প্রবা ফটো

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) উপনির্বাচনের প্রচারণা শুরুর আগে মেয়র প্রার্থী তাহসিন বাহার সূচনা ও তার বাবা সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলেছেন এক প্রার্থী। অভিযোগকারী ওই প্রার্থী মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর-উর রহমান মাহমুদ তানিম।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) নগরীর টমছম ব্রিজ এলাকার একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

তানিম অভিযোগ করেন, ‘কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদের উপনির্বাচনে সূচনা তার বাবা এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারকে নিয়ে সভা সমাবেশ করছেন; যা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন। এ ছাড়াও প্রতীক পাওয়ার আগেই ওই প্রার্থীর সমর্থকেরা পোস্টার লিফলেট দিয়ে প্রচারণা করছে। আমি নির্বাচন কমিশনকে বিষয়টি জানিয়েছি।’

এই প্রার্থী আরও বলেন, ‘কুমিল্লার মানুষ জিম্মি। কুমিল্লার সংস্কৃতিকর্মী, রাজনৈতিক ও ধর্মীয় নেতারাও জিম্মি। নগরবাসীর বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে একটি পক্ষ। এসব থেকে উত্তরণের জন্য এই নির্বাচন। কুমিল্লাকে বদলানোর জন্য এই নির্বাচন। কুমিল্লার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে কুমিল্লার ভাগ্য পরিবর্তনের জন্য।’

এসব অভিযোগের বিষয়ে জানতে মেয়র প্রার্থী তাহসিন বাহার সূচনাকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ধরেননি।

প্রার্থী মাহমুদ তানিমের অভিযোগের বিষয়ে কুমিল্লার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বলেন, ‘এবারের নির্বাচনে সবাই স্বতন্ত্র প্রার্থী। কোনো দলের প্রার্থী নেই। কেউ আমাদের প্রমাণসহ অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেব।’

২০২২ সালের কুসিকের তৃতীয় নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হন আরফানুল হক রিফাত। ২০২৩ সালের ১৩ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিফাত। এই উপনির্বাচনের ভোট হবে ৯ মার্চ। ইভিএমে এবার ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন ভোট দেবেন।

এই নির্বাচনে মেয়র পদে তানিম, সূচনা ছাড়াও সাবেক মেয়র ও সাবেক বিএনপি নেতা মনিরুল হক সাক্কু এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা