নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৪০ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:২২ পিএম
সোনাইমুড়ী পৌরসভার হামিদিয়া কামিল মাদ্রাসা কেন্দ্র থেকে তোলা প্রবা ছবি।
নোয়াখালীর সোনাইমুড়ীতে দাখিল পরীক্ষায় শিক্ষার্থীদের এক সেটে নৈর্ব্যক্তিক পরীক্ষা নেওয়ায় ৮ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে সোনাইমুড়ী পৌরসভার হামিদিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন, উপজেলার থানার হাট দাখিল মাদ্রাসার দেলওয়ার হোসেন, আমকি মহিলা মাদ্রাসার আমিরুল হোসেন, পিতাম্বরপুর দাখিল মাদ্রাসার সাইফুল ইসলাম, শাকতলা আলিম মাদ্রাসার সুমি আক্তার ও আবুল হোসেন, নান্দিয়া পাড়া আলিম মাদ্রাসার শরিফ মোহাম্মদ ইকবাল এবং সোনাইমুড়ী হামেদীয়া কামিল মাদ্রাসার মেজবা উদ্দিন ও ইউনুস শরিফ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কেন্দ্র কমিটির সভাপতি কানিজ ফাতেমা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, পরীক্ষায় দায়িত্বে অবহেলার দায়ে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।
জানা যায়, আজ সকালে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কেন্দ্র কমিটির সভাপতি কানিজ ফাতেমা সোনাইমুড়ী পৌরসভার হামিদিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে পরিদর্শনে যান। এ সময় দাখিল পরীক্ষার্থীদের গণিত বহুনির্বাচনী প্রশ্ন এক সেটে দেওয়ার প্রমাণ হাতেনাতে পান তিনি। এতে দায়িত্বে অবহেলার দায়ে আট শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়।
কেন্দ্র সচিব হামিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ সাইফুল্লাহ মনির প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বিভিন্ন কক্ষে শিক্ষার্থীরা একই সেটে নৈর্ব্যক্তিক পরীক্ষা দিচ্ছিল। এটা নিয়মের খেলাপ। ইউএনও স্যার হাতেনাতে ধরেছেন। তাই কক্ষগুলোর দায়িত্বে থাকা শিক্ষকদের অব্যাহতি দেওয়া হয়েছে। তার মধ্যে দুজন হামিদিয়া কামিল মাদ্রাসার ও ছয়জন উপজেলার অন্যান্য মাদ্রাসার শিক্ষক।’
ইউএনও কানিজ ফাতেমা বলেন, ‘নৈর্ব্যক্তিক পরীক্ষার প্রশ্নপত্র বিতরণের কিছু নিয়ম আছে। দায়িত্ব পালন করা শিক্ষকরা নিয়ম না মেনে, পাশাপাশি সব শিক্ষার্থীর একই সেটে নৈর্ব্যক্তিক পরীক্ষা নিচ্ছিলেন। এখানে শিক্ষকদের অবহেলা স্পষ্ট প্রমাণিত হয়েছে।’